বরাক তরঙ্গ, ১৫ নভেম্বর : তরুণ শিক্ষক-শিক্ষিকাদের জন্য ভারতীয় সমাজবিজ্ঞান গবেষণা পরিষদের পৃষ্ঠপোষকতায় আসাম বিশ্ববিদ্যালয়ে দু’সপ্তাহের ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম আয়োজিত হবে। এই কর্মসূচি আগামী বছরের ১৯ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে অনুষ্ঠিত হবে। অর্থনীতি, ম্যানেজমেন্ট, কমার্স, সমাজতত্ত্ব সহ বিভিন্ন বিষয়ে যুক্ত প্রভাষক, সহকারী অধ্যাপক ও তরুণ শিক্ষক-শিক্ষিকাদের অ্যাকাডেমিক ও গবেষণা দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে। ১২ দিনের এই কর্মসূচিতে রিসোর্স পার্সন হিসেবে অংশ নেবেন দেশের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট অধ্যাপকরা।
পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত থাকবে উন্নত গবেষণা প্রণালী, তথ্য বিশ্লেষণ পদ্ধতি, অ্যাকাডেমিক লেখালেখি, গবেষণা প্রকাশনার প্রক্রিয়া, এবং গবেষণা নীতিশাস্ত্রের গুরুত্ব। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সহযোগী অধ্যাপক তথা কর্মসূচির অন্যতম সমন্বয়কারী ড. দীপজ্যোতি চৌধুরী বলেছেন, এই উদ্যোগের লক্ষ্য হলো আগামী প্রজন্মের সমাজবিজ্ঞান গবেষকদের উচ্চমানের ও প্রভাবশালী গবেষণায় সক্ষম করে তোলা। এই কর্মসূচিতে অংশ নিতে কোনও রেজিস্ট্রেশন ফি লাগবে না। ইচ্ছুক প্রার্থীদের এ বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে তাঁদের আবেদন ও সংশ্লিষ্ট নথির স্ক্যান কপি জমা দিতে হবে। নির্বাচিত প্রার্থীদের তালিকা ৫ জানুয়ারি ইমেলের মাধ্যমে জানানো হবে।


