স্ত্রীকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা স্বামীর, চারদিন পর মৃত্যু
বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : গুয়াহাটি মহানগের সংলগ্ন বোকোর শহরতলী জোগিপাড়ায় চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে এখন উত্তেজনা বিরাজ করছে।
ঘটনা সূত্রে জানা যায়, স্ত্রীকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করেন স্বামী। গুরুতর আহত অবস্থায় তাকে জিএমসিএইচে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করা ওই ভুক্তভোগী অবশেষে সোমবার শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
ঘটনার পর থেকে নিহতের স্বামী মহাদেব দাস পালিয়ে যায়। মহাদেব দাস পেশায় গ্রামের প্রধান।
গ্রেফতার মহাদেব চার দিন আগে স্ত্রীকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করেছিল। তবে তার কর্মকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।

