বিয়ের তিনদিনের মাথায় স্ত্রীর গলাকেটে হত্যা, যাবজ্জীবন স্বামীর

বরাক তরঙ্গ, ১৪ মার্চ : বিয়ের তিনদিনের মাথায় নববধূকে গলাকেটে হত্যা করার লোমহর্ষক ঘটনায় অভিযুক্ত যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে হাইলাকান্দি জেলা ও দায়রা জজের আদালত। বৃহস্পতিবার হাইলাকান্দির অতিরিক্ত জেলা এবং দায়রা জজ মাহমুদ হুসেন বড়ভূইয়া মামলার চূড়ান্ত রায় দেন। যাবজ্জীবন কারাদণ্ডের সঙ্গে দশহাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও তিনমাস কারাদণ্ডে দণ্ডিত করা হয়। মামলার অ্যাডিশন্যাল পাবলিক প্রসিকিউটর শান্তনু শর্মা জানান, লোমহর্ষক ঘটনাটি ঘটে ২০২১ সালের ৮ জুলাই।

হাইলাকান্দি থানার আওতাধীন বোয়ালিপার তৃতীয় খণ্ডে। বিয়ের তিনদিনের মাথায় বটি দা দিয়ে নববধূ ওয়াহিদা বেগম লস্করকে গলাকেটে হত্যা করে স্বামী আব্দুর রহমান লস্কর। পুলিশ স্বামীর বাড়ির বাথরুম থেকে নববধূর গলাকাটা লাশ উদ্ধার করে। নববধূর বাপের বাড়ি মোহনপুর পঞ্চমখণ্ডে। ঘটনার বিবরণ জানিয়ে ওয়াহিদার কাকা সাসসুল ইসলাম লস্কর হাইলাকান্দি সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-৫৮৩/২০২১। আদালত ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করে পত্নী হত্যায় দায়ে স্বামী আব্দুর রহমান লস্করকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে।

বিয়ের তিনদিনের মাথায় স্ত্রীর গলাকেটে হত্যা, যাবজ্জীবন স্বামীর

Author

Spread the News