বরাক তরঙ্গ, ৪ ডিসেম্বর : প্রতিবাদের মধ্যেই ১০৮ মৃত্যুঞ্জয় পরিষেবার শত শত কর্মী বরখাস্ত। GVK-এর নির্দেশের পরই এখন ১০৮ পরিষেবার কর্মীদের মধ্যে চরম আতঙ্ক ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। জানা গেছে, প্রায় ৫০০-রও বেশি কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এদের মধ্যে প্রতিবাদে অংশ নেওয়া কর্মীরাও রয়েছেন। শীঘ্রই এই পদগুলিতে নতুন নিয়োগ দেওয়া হবে বলেও জানা গেছে।
গত ১ ডিসেম্বর থেকে রাজ্যে প্রায় অচল হয়ে পড়েছে ১০৮ মৃত্যুঞ্জয় পরিষেবা। বিভিন্ন দাবিতে শত শত কর্মী গুয়াহাটির চচল অবস্থিত ধর্নাস্থলে লাগাতার প্রতিবাদ চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু এই প্রতিবাদের মাঝেই এখন শত শত কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বছরের পর বছর কাজ করার পর হঠাৎ বেকার হয়ে পড়ায় এই কর্মীদের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে।
জানা গেছে, প্রতিবাদকারী কর্মীরা প্রায় ৩০০০ কর্মীর চাকরি নিয়মিতকরণ, সমকাজে সমমর্যাদা, ওভারটাইম ভাতা, উপযুক্ত বেতনসহ বিভিন্ন দাবি উত্থাপন করেছিলেন। প্রতিবাদকারীরাই বলেছিলেন, ১৭ বছর ধরে কাজ করার পরও তাঁদের কোনও চাকরির নিরাপত্তা নেই। ১০৮ পরিষেবাকে জরুরি পরিষেবার আওতায় আনা হলেও, অন্যান্য জরুরি পরিষেবার মতো ১০৮ কর্মীরা কোনও সুযোগ-সুবিধা পান না।
প্রতিবাদকারীরা সরকারের সঙ্গে আলোচনার দাবি জানিয়েছিলেন। শুধু তাই নয়, তাঁদের দাবি পূরণ না হলে দিসপুর ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছিলেন। চচলে চলা এই প্রতিবাদের মাঝেই এখন শত শত কর্মীকে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনায় ১০৮ মৃত্যুঞ্জয় পরিষেবার কর্মীদের মধ্যে চরম আতঙ্ক ও সংকটজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।


