দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১১ জানুয়ারি : শিলচর সোনাই রোডের ১৩ নম্বর ওয়ার্ডের এক বিবাহ ভবনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) শতবর্ষ পূর্তি উপলক্ষে দিনব্যাপী এক বিশাল হিন্দু সম্মেলন আয়োজিত হয়েছে। সম্মেলনে শিলচর শঙ্করমঠ ও মিশনের কর্মাধ্যক্ষ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ, দিগরখাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ ও হিন্দু জাগরণ মঞ্চের প্রাক্তন প্রান্ত সম্পাদক সুভাষ ভট্টাচার্য, হিন্দু জাগরণ মঞ্চের পূর্ব ধুবড়ি জেলার মধ্য আসাম প্রান্তের প্রতিষ্ঠাতা সম্পাদক সত্যনারায়ণ নাথসহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন কঙ্কণ ভট্টাচার্য। সম্মেলনের শুরু হয় পঞ্চপ্রদীপ প্রজ্জ্বলন ও ভারতমাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে। পরবর্তীতে আয়োজকেরা মঞ্চে উপবিষ্ট অতিথিদের চাদর ওড়ানোসহ সম্মান জানান। আয়োজক কমিটির সভাপতি কঙ্কন ভট্টাচার্য স্বাগত বক্তব্যে বলেন, “আজকের এই সময়ে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সব জাতি, সব শক্তি উঠে-পড়ে লেগেছে। ইতিহাস সাক্ষী যে, বিভিন্ন আক্রমণ, ষড়যন্ত্র এবং চাপ সত্ত্বেও হিন্দুরা কখনো হার মানেনি। আমরা সেই ত্যাগের উত্তরাধিকারী এবং সেই ত্যাগের আলোয়ই ভারতমাতার সেবা করে চলেছি।
“মুখ্য অতিথি বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ বক্তব্যে জোর দেন, “এই সম্মেলনে আমরা সকলে একত্রিত হয়ে সনাতন সংস্কৃতির গভীরতা, সমাজের ঐক্যবদ্ধতা এবং জাতীয় জাগরণের প্রতি দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি। সামাজিক চেতনা জাগরণের মাধ্যমে আমরা অসমের গ্রাম-গঞ্জ থেকে শহর পর্যন্ত সকল স্তরে ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধকে প্রতিষ্ঠিত করব।” তিনি শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। অন্যান্য বক্তা হিসেবে সুভাষ ভট্টাচার্য্য ও সত্যনারায়ণ নাথ উপস্থিত ছিলেন।আয়োজক কমিটির সম্পাদক হীরক দেবনাথ সাংবাদিকদের বলেন, “আজকের এই বিশাল হিন্দু সম্মেলনটি অত্যন্ত সুচারুভাবে অনুষ্ঠিত হয়েছে। এটি কেবল একটি সম্মেলন নয়, বরং জাতির সামাজিক চেতনা বৃদ্ধির এক মহান উদ্যোগ এবং সনাতন ধর্মের বিকাশ ও প্রসারের এক অপূর্ব প্ল্যাটফর্ম।” অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাবেরী নাগ ও ঝুমা দাস। সর্বব্যবস্থাপনায় ছিলেন গৌরাঙ্গ কংশবনিক, নিধি প্রমুখ সুস্মিতা পুরকায়স্থ, মনোজ ভট্টাচার্য, রাজদীপ অধিকারী, রাজু পাল, নিবেদিতা চক্রবর্তী, পপি লস্কর, স্বপ্না মূখার্জী, সোনালী বণিক প্রমুখ। উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ ডাঃ রাজদীপ রায়, প্রাক্তন বিধায়ক দিলীপকুমার পাল, গোপাল রায়, অভ্রজিৎ চক্রবর্তী (ঝলক)সহ অনেকে।



