সাড়ে তিন বছরের শিশু রেখে উধাও গৃহবধূ, পুলিশ ও মহিলা সমিতির দ্বারস্থ স্বামী

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ৮ জানুয়ারি : সাড়ে তিন বছর বয়সি শিশুকন্যাকে ফেলে রেখে গভীর রাতে ননদের স্বামীর সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে। ঘটনাটি ধলাই থানার অন্তর্গত ক্লেভার হাউস গ্রাম পঞ্চায়েতের শালগঙ্গরপার গ্রামের। বছরের শেষদিনে অর্থাৎ গত ৩১ ডিসেম্বর রাতে ঘর থেকে উধাও হয়ে যান গৃহবধূ।

অভিযোগকারী স্বামী রাহুল নাথ জানান, ওই রাতে প্রায় দুটো নাগাদ তাঁর সাড়ে তিন বছরের শিশুকন্যার কান্নায় ঘুম ভেঙে তাঁর। চোখ খুলে দেখেন স্ত্রী বিছানায় নেই। প্রথমে বিষয়টিকে স্বাভাবিক ভেবে ঘরের বাইরে খোঁজ নিতে গিয়েই চরম বিস্ময়ের মুখে পড়েন তিনি। রাহুলের দাবি, বাড়ির বাইরে বেরিয়ে দেখতে পান ছোট বোনের স্বামী  বিনয় নাথের গাড়ি। সন্দেহ হওয়ায় তিনি গাড়ির পিছু নেন। তবে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে গাড়িটি দ্রুত সরে যায়।
ফিরে এসে তিনি শিশুকন্যাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন এবং পরিবারের অন্য সদস্যদের ডেকে তোলেন। এরপর শুরু হয় গৃহবধূর খোঁজ। কিন্তু গৃহবধূর মোবাইল ফোনও বন্ধ। আত্মীয়স্বজন ও পরিচিত মহলে বহু খোঁজাখুঁজি করেও মেলেনি কোনও সন্ধান। শেষ পর্যন্ত সমাজকল্যাণ মহিলা সমিতির দ্বারস্থ হন রাহুল নাথ। সমিতির সদস্যদের সঙ্গে নিয়ে বৃহস্পতিবার তিনি ধলাই থানায় স্ত্রী পালিয়ে যাওয়ার অভিযোগ জানিয়ে একটি এফআইআর দায়ের করেন।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাহুল বলেন, আজ ঘটনার নয় দিন পেরিয়ে গেলেও এখনও স্ত্রীর কোনও খোঁজ মেলেনি। শিশুটির বুকফাটা কান্না এলাকাবাসীকেও আবেগতাড়িত করছে। শিশুকে বুকে জড়িয়ে ধরে ভেঙে পড়েন অসহায় রাহুল।

এদিকে, ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে স্থানীয় জনকল্যাণ মহিলা সমিতি। সমিতির সভানেত্রী চম্পা নাথ সংবাদমাধ্যমকে বলেন, “আজকের সমাজে মোবাইল ফোন ও ভ্রান্ত সম্পর্কের কারণে বহু সুখের সংসার ভেঙে যাচ্ছে। কিন্তু একটি নিষ্পাপ শিশুকে এভাবে ফেলে যাওয়া কোনওভাবেই মেনে নেওয়া যায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *