উত্তপ্ত কোকরাঝাড়, অগ্নি সংযোগ, শূন্যে গুলি

বরাক তরঙ্গ, ২০ জানুয়ারি : কোকরাঝার জেলার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। একাংশ মানুষ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে এবং বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে বলে খবর পাওয়া যাচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোকরাঝাড়ের কারিগাঁও এলাকায় পুলিশ শূন্যে গুলি চালানো ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। পাশাপাশি র‍্যাপিড অ্যাকশন ফোর্সের দুটি কোম্পানি মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনীর ফ্ল্যাগ মার্চও চলছে। জেলার সামগ্রিক পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে।

সূত্রের খবর অনুযায়ী, বীরসা কমান্ডো ফোর্সের দু’টি অস্থায়ী শিবিরে বিক্ষোভকারীরা অগ্নিসংযোগ চালায়। সোমবার সন্ধ্যায় সংঘটিত ঘটনায় একজনের মৃত্যু এবং আরও চারজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। তবে সাম্প্রতিক তথ্যে জানা যাচ্ছে, গণপ্রহারের ঘটনায় এ পর্যন্ত দু’জনের মৃত্যু হয়েছে। বিক্ষোভকারী ও পুলিশের সংঘর্ষে বহু মানুষ আহত হয়েছেন, যার মধ্যে পুলিশের জওয়ানও রয়েছেন।

এদিকে, ডাভোস থেকে ফোনে রাজ্য পুলিশের মহাপরিচালক (DGP) হরমীত সিংয়ের সঙ্গে কথা বলে পরিস্থিতির ওপর নজর রাখছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন আইজিপি বিবেকরাজ সিং। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে কোকরাঝাড় ও চিরাং জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, কোকরাঝার জেলায় এক যুবকের নৃশংস হত্যাকাণ্ডকে কেন্দ্র করেই এই তীব্র অশান্তির সূত্রপাত হয়েছে। এর জেরে ব্যাপক বিক্ষোভ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কারিগাঁও পুলিশ আউটপোস্ট থেকে মাত্র ১ থেকে ১.৫ কিলোমিটার দূরে অবস্থিত গৌরীনগরে ১৯ জানুয়ারি সোমবার এই ভয়াবহ ঘটনাটি ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে বিবাদ শুরু হয় এবং পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ উঠেছে, ক্ষুব্ধ জনতা চিকনা জওহালাও বিসমিট নামে এক যুবককে প্রহার করে হত্যা করে।

নিহত যুবক ওই এলাকার রাস্তা নির্মাণকাজে যুক্ত ঠিকাদার বারোন্দা বসুমতারীর জামাই ছিলেন। হিংসাত্মক ঘটনার সময় যুগিরাজ ব্রহ্ম ও প্রভাত ব্রহ্মসহ আরও কয়েকজন ব্যক্তি আহত হন। ঘটনাস্থলে একটি স্করপিও গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ড ও পরবর্তী হিংসাত্মক ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ২৯ জনকে আটক করা হয়েছে। নিহত অপর যুবকের নাম সুনীল মুর্মু বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *