বরাক তরঙ্গ, ৭ ডিসেম্বর : ত্রিপুরার খোয়াই জেলার হাতকাটা বাজার এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। রবিবার সকালে বাজার সংলগ্ন অসিত শুক্লবৈদ্যের বসতবাড়িতে হঠাৎ করেই আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা গোটা ঘরজুড়ে ছড়িয়ে পড়ে এবং সংলগ্ন খড়ের গাদাতেও আগুন ধরে যায়।
খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি।
স্থানীয় বাসিন্দাদের কথায়, আগুনের তীব্রতা এতটাই প্রবল ছিল যে কয়েক মিনিটের মধ্যেই পুরো এলাকা ঘন ধোঁয়ায় ঢেকে যায়। দমকল বাহিনীর দ্রুত ও কার্যকর তৎপরতা না থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারত বলে তাঁরা জানিয়েছেন। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।


