ভয়াবহ দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে খাদে স্করপিও, মৃত চার
বরাক তরঙ্গ, ২৭ জানুয়ারি : ভয়াবহ দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে স্করপিয় খাদে পড়ে চারজনের মৃত্যু ঘটল। সোমবার ভোরে অরুণাচল প্রদেশের রোয়িঙে এ মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়। একটি স্করপিও গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাহাড় থেকে পড়ে গিয়ে অসমের কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। গাড়িটিতে সুরজ ছেত্রী, মীনা ছেত্রী, রঞ্জিত ছেত্রী, হরিমায়া ছেত্রী, রসনী ছেত্রী (একটি ৯ বছর বয়সী মেয়ে) এবং চালক মনোজ ছেত্রী বলে শনাক্ত করা হয়েছে।
প্রতিবেদন অনুসারে, দুর্ঘটনার ফলে রঞ্জিত ছেত্রী, মীনা ছেত্রী এবং সুরজ ছেত্রীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। চালক মনোজ ছেত্রীকে মৃত বলে নিশ্চিত করা হয়েছে এবং ধ্বংসস্তূপ থেকে তার দেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে, হরিমায়া ছেত্রী এবং ছোট শিশু রসনী ছেত্রীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জরুরি চিকিৎসার জন্য ডিব্রুগড় মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। বাকি তিনজনকে এখনও খুঁজে পাওয়া যায়নি। উদ্ধারের চেষ্টা চলছে। উল্লেখযোগ্যভাবে, উভয় পরিবারই অসমের গোলাঘাট জেলার নুমালিগড়ের বাসিন্দা।