অসমে ধরা পড়ল HMPV
বরাক তরঙ্গ, ১১ জানুয়ারি : ডিব্রুগড়ের অসম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি দশ মাস বয়সী এক শিশুর মধ্যে হিউম্যান মেটাপুনোমোভাইরাস (HMPV) সনাক্ত করা হয়েছে। মেডিক্যালের সুপারিনটেনডেন্ট ধ্রুবজ্যোতি ভূঁইয়া বলেন, ‘সাধারণ সর্দি-কাশির কারণে শিশুটিকে চার দিন আগে এএমসিএইচ-এ ভর্তি করা হয়েছিল। গতকাল, লাহোওয়ালে আইসিএমআর- আরএমআরসি-তে পরীক্ষার শেষে শিশুটির শরীরে ভাইরাসটি সনাক্ত করা হয়েছিল।
তিনি আরও বলেন, এই ভাইরাস পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের প্রভাবিত করে এবং এটি একটি সাধারণ ভাইরাস। তিনি বলেন, চিন্তার কোনও কারণ নেই।