উত্তরাখণ্ডে জাতীয় থাংতা চ্যাম্পিয়নশিপে কাছাড়ের পদক জয়ীদের সংবর্ধনা

বরাক তরঙ্গ, ১১ জানুয়ারি : উত্তরাখণ্ড থাংতা অ্যাসোসিয়েশনের ৩০তম জাতীয় থাংতা চ্যাম্পিয়নশিপে কাছাড়ের পদক জয়ী খেলোয়াড়দের সংবর্ধনা জানানোর পাশাপাশি শনিবার শোভাযাত্রার আয়োজন করল জয়পুর থাংতা অ্যাসোসিয়েশন। এদিন শিলচর সদরঘাট এলাকায় প্রত্যেক খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানকে ঘিরে গোটা সদরঘাট চত্বরে এক উৎসব মুখর পরিবেশ পরিলক্ষিত হয়েছে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জয়পুর থাংতা অ্যাসোসিয়েশনের সদস্যরা জানান, উত্তরাখণ্ডে আয়োজিত জাতীয় স্তরের প্রতিযোগিতায় মণিপুর, জম্মু কাশ্মীর, বিহার, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম, দিল্লি ও হরিয়ানা সহ দেশের ২২টি রাজ্য থেকে ৬ শতাধিক খেলোয়াড় অংশ গ্রহণ করেছেন। প্রতিযোগিতায় অসম থেকে মোট ২৮জন খেলোয়াড় উত্তরাখণ্ডে তাঁদের দক্ষতা তুলে ধরেন। জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় অসমে ২২টি পদক এসেছে। তারমধ্যে ৮টি স্বর্ণ পদক,৬টি সিলভার ও ৮টি ব্রোঞ্জ পদক জয়ী হয়ে খেলোয়াররা অসমের মানকে জাতীয় স্তরে গর্বিত করেছে।

উত্তরাখণ্ডে জাতীয় থাংতা চ্যাম্পিয়নশিপে কাছাড়ের পদক জয়ীদের সংবর্ধনা

এদিকে, অসমের হয়ে কাছাড় জেলার জয়পুর থেকে ৩জন খেলোয়াড় স্বর্ণ পদক ও ১জন রৌপ্যপদক পাওয়ায় শনিবার জয়পুর থাংতা অ্যাসোসিয়েশনের তরফে প্রত্যেক খেলোয়াড়দের অভিনন্দন জ্ঞাপন করার পাশাপাশি ঊষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়। পরে শিলচর সদরঘাট থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পদক জয়ীদের নিয়ে জয়পুরের উদ্দেশ্যে রওনা হন কর্মকর্তারা। সেখানে পৌছানোর পর গ্রামবাসীরা পদক জয়ীদের সংবর্ধনার জোয়ারে ভাসিয়ে তোলার পাশাপাশি প্রত্যেক খেলোয়াড় জাতীয় ও আন্তর্জাতিক স্তরে আগামীতে আরও ভাল ফলাফল অর্জন করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছেন জয়পুর থাংতা অ্যাসোসিয়েশন সহ গ্রামের প্রত্যেক জনগণ।

উত্তরাখণ্ডে জাতীয় থাংতা চ্যাম্পিয়নশিপে কাছাড়ের পদক জয়ীদের সংবর্ধনা

Author

Spread the News