উধারবন্দ জগন্নাথ সিং কলেজে এইচআইভি-এইডস সচেতনতা শিবির

বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : উধারবন্দ জগন্নাথ সিং কলেজে বুধবার এইচআইভি-এইডস নিয়ে এক বিশেষ সচেতনতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় “বিস্তৃত আই.ই.সি. (Information, Education and Communication)” অভিযানের অঙ্গ হিসেবে। কলেজের রেড রিবন ক্লাবের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উধারবন্দ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সাব-ডিভিশনাল মেডিক্যাল অফিসার (এসডিএমও) ড. অর্জুনপ্রসাদ গোয়ালা। তিনি তাঁর বিশদ বক্তব্যে এইচআইভি-এইডসের কারণ, প্রতিরোধ, চিকিৎসা ও সামাজিক প্রভাব নিয়ে গভীরভাবে আলোচনা করেন।

তিনি বলেন, “এইচআইভি ভাইরাস শরীরে প্রবেশ করলে তা রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়। তবে সঠিক জ্ঞান, সতর্কতা এবং সময়মতো চিকিৎসার মাধ্যমে এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।” ড. গোয়ালা আরও জানান, বর্তমানে সরকার ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা একযোগে এইচআইভি প্রতিরোধে কাজ করছে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, অজ্ঞতা ও সামাজিক কুসংস্কারের কারণে অনেক মানুষ এখনো পরীক্ষা করাতে বা চিকিৎসা নিতে পিছিয়ে যান। তাই সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়ানোই আজকের সময়ের দাবি।

এদিনের আলোচনায় তিনি ক্যান্সার সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। তিনি বলেন, “ক্যান্সারও অনেকাংশে প্রতিরোধযোগ্য, যদি আমরা সুস্থ জীবনযাপন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সঠিক খাদ্যাভ্যাস অনুসরণ করি।” তিনি বলেন, “যুব সমাজই আগামী দিনের পথপ্রদর্শক। তাদের সচেতনতা সমাজকে আরও সুস্থ ও নিরাপদ করতে সাহায্য করবে।”

এদিনের অনুষ্ঠানে পুরোহিত করেন কলেজের অধ্যক্ষ ড. এস সমরেন্দ্র সিংহ এবং অনুষ্ঠান পরিচালনা করেন রেড রিবন ক্লাবের কো-অর্ডিনেটর তথা কলেজর ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ড. শ্যাম মামুদ বড়ভূইয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ড. গঙ্গেশ ভট্টাচার্য, ড. স্বপন দাস, ড. সন্তোষকুমার চতুর্বেদী, ড. দিলীপকুমার ঠাকুর, মণিপুরও বিভাগের প্রধান অনিতা সিংহ, ড. বাসবী পাল, ড. মিনহাজ উদ্দিন বড়ভূইয়া প্রমুখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *