বিকাশ চক্রবর্তীর লেখা “আসাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিবৃত্ত” বই প্রকাশ ২১শে

বরাক তরঙ্গ, ১৭ জানুয়ারি : ১৯৯৪ সালের ২১ জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাওয়ের হাত ধরে যাত্রা শুরু করা আসাম বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ ৩১ বছর ধরে কোনো ইতিহাস প্রকাশিত হয়নি। অজ্ঞাত কারণে এই গুরুত্বপূর্ণ ঘটনার লিপিবদ্ধকরণ অনুপস্থিত ছিল, কিন্তু লেখক-সাংবাদিক বিকাশ চক্রবর্তীর কঠোর পরিশ্রমে বিশ্ববিদ্যালয়ের স্থাপনাকালের ইতিহাস একটি পুস্তকে সংকলিত হয়েছে। “আসাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিবৃত্ত” বইটি প্রকাশিত হয়েছে বরাকের নতুন দিগন্ত প্রকাশনী থেকে।পুস্তকটি আগামী ২১ জানুয়ারি, বুধবার বিকেল ৪টা ৩০ মিনিটে ইলোরা হোটেলের হেরিটেজ হলে আনুষ্ঠানিকভাবে মুক্ত হবে। মোড়ক উন্মোচন করবেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. তপোধীর ভট্টাচার্য।

অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন দৈনিক ‘সাময়িক প্রসঙ্গ’ পত্রিকার সম্পাদক তৈমুর রাজা চৌধুরী।অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জিসি কলেজের প্রাক্তন অধ্যাপক নিরঞ্জন দত্ত, হাইলাকান্দি এস এস কলেজের প্রাক্তন অধ্যক্ষ হিলাল উদ্দিন লস্কর, আকসার প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্তরায় সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। সকলের উজ্জ্বল উপস্থিতির আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *