গৌড়ীয় মঠে ১৭ নম্বর ওয়ার্ডে হিন্দু ধর্ম সম্মেলন

বরাক তরঙ্গ, ১২ জানুয়ারি : শিলচর ১৭ নম্বর ওয়ার্ডের ন্যাশনাল হাইওয়ে গৌড়ীয় মঠে হিন্দুধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়।  সম্মেলনের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কার ভারতীর দক্ষিণ আসাম প্রান্তের প্রান্ত সভাপতি প্রসেনজিৎ রায় চৌধুরী। ১৭ নম্বর ওয়ার্ডে হিন্দুধর্ম সম্মেলন উদযাপন সমিতির সভাপতি ড. অমৃত লাল ঘোষ বলেন আজ থেকে প্রায় ১০০ বছরেরও আগে আমেরিকার চিকাগোতে বিশ্ব ধর্ম সম্মেলনে হিন্দু ধর্মকে বিশ্বের দরবারে পরিচয় করিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। বিবেকানন্দের বাণী এবং দর্শন থেকেই আমরা হিন্দু ধর্মে সকলকে আপন করে নেওয়ার শিক্ষা পাই। সম্মেলনে অপর বক্তা গৌড়ীয় মঠের স্বামী ভক্তিবেদান্ত পদ্মনাভ মহারাজ গীতার বিভিন্ন শ্লোক ব্যাখ্যা করে হিন্দু ধর্মের বিশদ আলোচনা করেন।

রাষ্ট্র সেবিকা সমিতির ক্ষেত্র কার্যবাহিকা কৃষ্ণা ভট্টাচার্য শতবর্ষ পূর্তি উপলক্ষে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আমাদের দৈনন্দিন জীবনে যে পঞ্চ পরিবর্তনের ডাক দিয়েছে তার ওপরে বিশদ আলোচনা করেন। 

রবিবার বিশিষ্ট অতিথিবৃন্দ ও উদযাপন সমিতির সদস্যরা প্রদীপ প্রজ্বলন ও ভারত মাতা পূজনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। তাছাড়াও ঐ দিন সমিতির সদস্যদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠানের কার্যক্রম হিসেবে দেশাত্মবোধক গান  পরিবেশিত হয়। গানে যারা অংশগ্রহণ করেছিলেন তারা হলেন অন্বেষা আচার্য,তাপসী আচার্য, অনন্যা সাহা, ত্রিপর্ণা দেব ও জয়া আচার্য। তাদের সঙ্গে তবলায় সহযোগিতায় ছিলেন অনির্বাণ আচার্য। সবশেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন উদযাপন সমিতির সাধারণ সম্পাদক সমর সাহা। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সমিতির সদস্য পার্থ দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *