বরাক তরঙ্গ, ১২ জানুয়ারি : হিন্দুত্ববোধ, দেশাত্মবোধ এবং সামাজিক সমতার চেতনা জাগ্রত করার লক্ষ্যে ২২ নম্বর ওয়ার্ড সমিতির উদ্যোগে সনাতন নাগরিকদের মধ্যে অম্বিকাপট্টির ইসকন মন্দির প্রেক্ষাগৃহে এক হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার প্রদীপ প্রজ্জ্বলন ও ভারতমাতা পূজনের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে সাংস্কৃতিক কার্যক্রম, সনাতন ধর্ম নিয়ে গভীর আলোচনা এবং প্রসাদ বিতরণের মাধ্যমে অংশগ্রহণকারীদের মনে ঐক্যের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবাশিস সেনগুপ্ত, শঙ্করকুমার দাস, নিমাই গোবিন্দ দাস, মমতা চক্রবর্তী এবং মানস ভট্টাচার্য।
এছাড়া এই অঞ্চলের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী বিবেক পোদ্দার সহ শিলচরের বিভিন্ন সমাজসেবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন স্থানীয় যুবক অরিত্র ধর। সাংস্কৃতিক অংশে ভক্তিমূলক গান, নৃত্য এবং ধর্মীয় বক্তৃতার মাধ্যমে সনাতন ধর্মের মূল্যবোধ তুলে ধরা হয়।




