একদিনে দুই হাজার কোটি টাকার কাজের উদ্বোধন ও শিলান্যাস, বরাকবাসী ভাবতেও পারেননি : হিমন্ত

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১ মার্চ : উন্নয়নের জন্য একদিনে দুই হাজার কোটি টাকার কাজের উদ্বোধন ও শিলান্যাস হবে তা বরাকবাসী স্বপ্নেও ভাবতে পারেননি। আজ সেটা বাস্তব হয়েছে। শুক্রবার লক্ষীপুরের লাবকে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, সেটাতো শুরু হল মাত্র। মুখ্যমন্ত্রী এও বলেন, নির্বাচনের সঙ্গে উন্নয়নের কোন সম্পর্ক নেই। অসমে প্রতি মুহূর্তে উন্নয়নের কাজ হবে। তিনি ২০২৬ সালে মহাসড়কের কাছাড়ের অংশের শেষ করতে চান বলে জানান। এ ছাড়াও বরাকে সাতটি হাইস্কুলের নয়া ভবন নির্মাণ করা হবে৷ প্রতিটি স্কুলে সাত কোটি টাকা ব্যয় করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী দিনেও বিজেপি সরকার মহিলাদের স্বাবলম্বী হওয়ার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেবে বলে জানান মুখ্যমন্ত্রী।

এ দিন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচরে উপস্থিত হয়ে শিলচর ও রামকৃষ্ণ নগরে ভিত্তিপ্রস্তর ও উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে কাছাড় জেলার লক্ষীপুর লাবক বাগানের মাঠে উপস্থিত হয়ে সংবর্ধনার জোযারে ভাসলেন মুখ্যমন্ত্রী। তারপর মুখ্যমন্ত্রী ভার্চুয়েলি ৬ কোটি ২৩ লক্ষ টাকায় নিৰ্মিত লক্ষীপুরের শহিদ নন্দচাঁদ সেতু উদ্বোধন সহ লক্ষীপুর বিধানসভা কেন্দ্রে ৪০০ কোটি টাকার উন্নয়নমূলক কাজের শিলান্যাস ও উদ্বোধন করেন।

একদিনে দুই হাজার কোটি টাকার কাজের উদ্বোধন ও শিলান্যাস, বরাকবাসী ভাবতেও পারেননি : হিমন্ত

এসবের মধ্যে লক্ষীপুর থানা, অসম মালা সড়ক, লক্ষীপুরের জি প্লাস মহকুমা অফিস নির্মাণ, ১২৭ কোটি টাকায় ১০০ বেডের লক্ষীপুর জেলা হাসপাতাল, পানীয়জলের সমস্যা নিরসনে আমরুথ প্রকল্প, ইরিগেশন, জলসম্পদ, মডেল কলেজ, স্কিল সেন্টার, গৌরব পথ, চা বাগানে ৫৩ টি অ্যাম্বুলেন্স বণ্টন সহ ইত্যাদি প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী।

Author

Spread the News