দেশে সরকারি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি অসমে : হিমন্ত বিশ্ব
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৮ মার্চ : দেশের মধ্যে অসমে সরকারি স্কুলে পড়াশোনা করা শিক্ষার্থীদের সংখ্যা সবচেয়ে বেশি। অসমে সরকারি স্কুলে ছাত্রছাত্রীর ভর্তির হার ৭২ শতাংশ। এর বিপরীতে তামিলনাড়ুতে ৩২ শতাংশ ভর্তির হার। সরকারি স্কুলের পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকার কাজ করে যাচ্ছে। মঙ্গলবার শিলচর দেশভক্ত তরুণরাম ফুকন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা একথাগুলো বলেন। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্যে শিলচর দেশভক্ত তরুণরাম ফুকন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নে প্রকল্প ঘোষণা করেন। প্রয়োজন পড়লে এই স্কুলে রেসিডেনসিয়াল স্কুল স্থাপনের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেন, বাংলা এবং অসমিয়া ভাষার প্রতিযোগিতা এখন শেষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার অসমিয়া এবং বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার পর বাংলা এবং অসমিয়া নিয়ে দ্বন্দ্বের অবসান ঘটেছে।

এদিন প্রতিমা দাস স্মৃতি মঞ্চে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে স্কুলের অধ্যক্ষা স্বাগত বক্তব্য রাখেন। এছাড়া উপস্থিত ছিলেন তিনমন্ত্ৰী জয়ন্ত মল্ল বরুয়া, কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্ৰবৰ্তী, বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ, বিধায়ক বিজয় মালাকার, বিধায়ক নীহাররঞ্জন দাস, সভাপতি রূপম সাহা, জেলা আয়ুক্ত মৃদুল যাদব, পুলিশ সুপার নোমল মাহাতো, বিশিষ্ট নাগরিক বীরেশ রাজবংশী, প্রাক্তন শিক্ষক সঞ্জীব মেধী প্রমুখ।
