কদমতলা-কুর্তি মণ্ডল কার্যালয়ে বিজেপির সাংগঠনিক বৈঠক
বরাক তরঙ্গ, ১৮ মার্চ : উত্তর ত্রিপুরার কদমতলা-কুর্তি মণ্ডলের উদ্যোগে মঙ্গলবার স্থানীয় চন্দ্রকলা হলে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে ভারত মাতার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে সভার শুভারম্ভ করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি বিমল পুরকায়স্থ, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহিররঞ্জন নাথ, প্রাক্তন চেয়ারম্যান সুব্রত দেব, জেলা ভারতীয় জনতা পার্টির সভাপতি কাজল দাস এবং পূর্ব ত্রিপুরার প্রাক্তন সাংসদ রেবতীমোহন ত্রিপুরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বৈঠকে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা দলের নীতিমালা, সাংগঠনিক কৌশল এবং জনসংযোগ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেন। পাশাপাশি, বিজেপি কর্মীদের তৃণমূল স্তরে দলের ভিত আরও মজবুত করা ও রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানানো হয়। সভায় উপস্থিত নেতৃবৃন্দ সকল কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিক কাজের প্রতি আরও নিষ্ঠাবান হওয়ার পরামর্শ দেন।
