সাত কোটি টাকার হেরোইন উদ্ধার, ধৃত চার বাইপাসে

বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : শিলচর ঘুংগুর বাইপাস থেকে বিপুল পরিমাণে হেরোইন সহ চার ব্যক্তিকে গ্রেফতার করল কাছাড় পুলিশ।
গোপন সূত্রের খবর ভিত্তিতে বুধবার ভোর চারটা নাগাদ শিলচর ঘুংগুর বাইপাসে একটি চার চাকার বাহন অভিযান চালিয়ে বিপুল পরিমাণের হেরোইন বাজেয়াপ্ত করে কাছাড় পুলিশ। সেই সঙ্গে ৪ ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় পুলিশ। কাছড়ের পুলিশ সুপার নুমাল মহাতো এক সাংবাদিক সম্মেলন করে বলেন, কাছাড় পুলিশের ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত।

পুলিশ সুপার জানান, তাদের কাছ থেকে ১০৪ টা সাবান কেস থেকে ১ কেজি ৫০০ গ্রাম হেরোইনের উদ্ধার করা হয়।উদ্ধার হওয়া হেরোইনের বাজার মূল্য অনুমানিক সাত কোটি টাকা। গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাছাড় পুলিশের অভিযান চালিয়ে শিলচর ঘুংগুর বাইপাসে থেকে বৃহৎ পরিমাণের হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়। যার আন্তর্জাতিক বাজার মূল্য সাত কোটি টাকা বলে জানান পুলিশ সুপার। সঙ্গে চারজন ড্রাগস ব্যবসায়ীকে আটক করে পুলিশ সঙ্গে একটি বলেরো গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। আটক করা চারজন নাম হলো মামাং হোকিপ, হেনবোই হোকিপ, হাওবেন হোকিপ ও গোগোও পাইতে। আটক করা চারজন ব্যক্তিকে পুলিশ জোরকদমে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলচর।

Author

Spread the News