জাতীয় সড়কের শিলডুবি থেকে তিন কোটি টাকার হেরোইন উদ্ধার, ধৃত মিজো যুবক-যুবতী

বরাক তরঙ্গ, ৩ জানুয়ারি : মাদকবিরোধী অভিযানে বিরাট সাফল্য পেল কাছাড় পুলিশ।
মিজোরাম থেকে নিয়ে আসা তিন কোটি টাকার হেরোইন উদ্ধার হল কাছাড় জেলার শিলডুবি এলাকা থেকে। বুধবার সকালে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে শিলডুবি এলাকার ৩০৬ নম্বর জাতীয় সড়কে কাছাড় পুলিশ ও মিলিটারি ইন্টেলিজেন্স, কলকাতা যৌথ ভাবে অভিযান চালিয়ে একটি এমজেড ০৫ এ ৮২৯১ নম্বরের ইন্ট্রা গাড়ি আটক করে। গাড়িতে তল্লাশি চালিয়ে ত্রিশটি সাবান কেস উদ্ধার করেছে বাহিনী।

জাতীয় সড়কের শিলডুবি থেকে তিন কোটি টাকার হেরোইন উদ্ধার, ধৃত মিজো যুবক-যুবতী

বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে উদ্ধার করা সাবান কেস গুলোতে প্রায় ৬০০ গ্রাম ওজনের হেরোইন বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি হেরোইন পাচারকারী দুই মিজো যুবক যুবতীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা হল লালুংসাং (৪৩) ও পাজোনা (৩৭)। তাদের ঘর  মিজোরামের কলাশিব বিলকাতিতে। বাজেয়াপ্ত করা মাদকদ্রব্যের কালোবাজারে দাম প্রায় ৩ কোটি টাকার মতো হবে। মাদকগুলো মিজোরামের চাম্পাই জেলা থেকে নিয়ে আসে তারা। এ বিষয়ে পুলিশের তদন্ত চলছে। পুলিশ গাড়িও আটক করেছে।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলচর।

Author

Spread the News