২৩ ডিসেম্বর : ভারতীয় উচ্চশিক্ষা কমিশন (HECI) বিল, যা নাম পরিবর্তন করে এখন বিকশিত ভারত শিক্ষা অধিক্ষন বিল করা হয়েছে, এর তীব্র বিরোধিতা করল এআইডিএসও। মঙ্গলবার এআইডিএসও’র সাধারণ সম্পাদক শিবাশিস প্রহরাজ এক প্রেস বার্তায় বলেন, এই বিল কেন্দ্রীয় ক্যাবিনেটে অনুমোদিত হয়েছে। এই বিলের দ্বারা উচ্চশিক্ষার নিয়ন্ত্রক সংস্থাগুলি যথাক্রমে ইউজিসি (UGC), এআইসিটিই (AICTE) এবং এনসিটিই (NCTE) –কে একত্রিত করে একটি নিয়ন্ত্রক সংস্থার মধ্যে নিয়ে আসা হবে, যা সরাসরি কেন্দ্রীয় সরকারের আওতায় কাজ করবে। ভারতীয় উচ্চ শিক্ষা কমিশনের (HECI) বেশিরভাগ প্রতিনিধিদের কেন্দ্রীয় সরকার নিয়োগ করবে। এই নতুন সংস্থার মাধ্যমে পঠনপাঠন নিয়ন্ত্রণ করা থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানগুলির মান অনুধাবন করে স্বীকৃতি প্রদান ও কর্মক্ষেত্রের নিয়ম শৃঙ্খলা নিয়ন্ত্রণ, আর্থিক বিষয় নিয়ন্ত্রণ ইত্যাদি সোজাসুজি প্রশাসনিক মন্ত্রণালয়ের অধীনে চলে আসবে।
তিনি বলেন সরকার শিক্ষাখাতে ক্রমাগত খরচ কমাচ্ছে, এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সাম্প্রদায়িক বিভাজনের নীতি ধর্মনিরপেক্ষ, বৈজ্ঞানিক ও গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থার ওপর সরাসরি আক্রমণ নামিয়ে এনেছে সিলেবাস পরিবর্তন এবং অন্যান্য কৌশল অবলম্বন করে। সরকারের দায়িত্ব যথার্থ শিক্ষা প্রদান করা যা সকলের সামর্থের মধ্যে থাকবে যা বিভেদ বিভাজন দূর করবে। অথচ আজ পরিলক্ষিত হচ্ছে যে সরকার নিজের দায়িত্ব ঝেড়ে ফেলতে চাইছে এবং একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলির ওপর প্রশাসনিক নিয়ন্ত্রণ বজায় রাখতে চাইছে। এই বিল শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধীকারের ওপর সরাসরি আক্রমণ হানছে ও শিক্ষা প্রতিষ্ঠানের গণতান্ত্রিক কাঠামোতে আঘাত হানছে।
২০১৮ সালে যখন এই বিল প্রথম উত্থাপিত হয় তখন ছাত্র, শিক্ষক এবং সাধারণ জনগণ এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। এখন যখন ওই বিল পুনঃ উত্থাপিত হয়েছে, তখনও ছাত্র, শিক্ষক সংগঠন এবং সাধারণ জনগণ যারা গণতান্ত্রিক ও বৈজ্ঞানিক শিক্ষার পক্ষে, তারা প্রতিবাদে সোচ্চার হয়েছেন। কেন্দ্রীয় বিজেপি সরকার শিক্ষা বিরোধী জাতীয় শিক্ষানীতি, ২০২০ কার্যকরী করতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে। জাতীয় শিক্ষানীতি সরাসরি শিক্ষা ব্যবস্থার কেন্দ্রীকরণের কথা বলে, এবং বিজেপি সরকার এই উদ্দেশ্যেই ভারতীয় উচ্চ শিক্ষা কমিশন (HECI) বিল পাস করেছে। ২৯ জুলাই, ২০২০ এ যখন জাতীয় শিক্ষানীতি, ২০২০ প্রথম প্রণয়ন করা হয়, তখন থেকেই এআইডিএসও এই নীতি এবং সকল শিক্ষা বিরোধী, ছাত্র বিরোধী নীতি ও পদক্ষেপের বিরুদ্ধে বলিষ্ঠ আন্দোলন গড়ে তুলেছে। এখন সময়ের দাবি সকল ছাত্র, শিক্ষক এবং শিক্ষাপ্রেমী জনগণ ঐক্যবদ্ধ হয়ে শিক্ষার কেন্দ্রীয়করণ, সাম্প্রদায়িকিকরণ, বাণিজ্যিকীকরণ এবং বেসরকারিকরণের নীলনকশা জাতীয় শিক্ষানীতি, ২০২০ এর বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন সংগঠিত করতে হবে।
এআইডিএসও সকল গণতান্ত্রিক, প্রগতিশীল বামপন্থী ছাত্র সংগঠনকে এই ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শাসনব্যবস্থা যা আজকে ধর্মনিরপেক্ষ, বৈজ্ঞানিক, গণতান্ত্রিক ও সর্বজনীন শিক্ষা ব্যবস্থাকে বিপন্নতার মুখে ফেলছে, এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই সংগঠিত করার আহ্বান জানায়।


