ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, মৃত্যু  ১০ জনের

২৯ জুন : তীব্র দাবদহের পর ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি। ১০ জনের বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে। গত ২৮ জুন রাজধানীতে বর্ষার বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে কার্যত জবুথবু দিল্লির রাজপথ। বিগত ৮৮ বছরের মধ্যে এই প্রথম দিল্লিতে একদিনের বৃষ্টিতে গোটা রাজধানী জলবন্দি হয়ে পড়েছে। মৃতদের মধ্যে দুজন শিশু। রোহিণীর প্রেম নগর এলাকায় ৩৯ বছর বয়সী এক যুবকের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। নিউ উসমানপুর এলাকায় বৃষ্টির জলে ডুবে মৃত্যু হয়েছে দুই শিশুর। শুক্রবার ভারী বৃষ্টির কারণে মর্মান্তিক ঘটনা ঘটে দিল্লিতে। ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমান বন্দরের সংস্কার হওয়া টার্মিনাল ধসে এক ক্যাব চালকের মৃত্যু সহ আটজন আহত হয়। পুলিশ জানিয়েছে উত্তর-পশ্চিম দিল্লির শালিমার বাগে ভূগর্ভস্থ বৃষ্টির জলে ডুবে মৃত্যু হয়েছে ২০ বছরের এক যুবকের।

শনিবার সকালে বসন্ত বিহারে তিনজন শ্রমিক এক নির্মাণাধীন দেওয়াল ধসে মারা গেছে। প্রগতি ময়দানের মূল টানেলগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। লুটিয়েন্স দিল্লির একাধিক এলাকা জলবন্দি। দিল্লির মন্ত্রী অতীশি, কংগ্রেসে নেতা শশী থারুর, মণীশ তিওয়ারি সহ সমাজবাদি দলের নেতা রামগোপাল যাদবের বাংলোর রাস্তা প্লাবিত। একাধিক রাস্তা জলের তলায়, জলের তোড়ে ভেসে বহু গাড়ি। বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা, গাছ উপড়ে পড়েছে। কিষাণগঞ্জে প্লাবিত কোডিয়া ব্রিজের আন্ডারপাসের নিচে একটি বাসের ভিতরে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করা হয়েছে।
খবর : পুবের কলম।

Author

Spread the News