ভারী বৃষ্টি! মাঝে মাঝে উদ্ধার কাজ বন্ধ হচ্ছে
হাজারের বেশি মানুষকে বাঁচিয়েছে উদ্ধারকারী দল____
২ আগস্ট : কেরলের ওয়েনাড়ে ভূমিধস-বিধ্বস্ত মুন্ডক্কাই এবং চুরামালায় বুধবার রাতে কিছুক্ষণ অবকাশের পর বৃহস্পতিবার সকালে পুনরায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়। অবিরাম বৃষ্টির কারণে প্রতিকূল আবহাওয়া এই অঞ্চলে চ্যালেঞ্জ তৈরি করেছে। যার ফলেই মাঝে মাঝে উদ্ধার কাজ বন্ধ করতে হচ্ছে উদ্ধারকারী দলকে। তবে আবহাওয়াকে চ্যালেঞ্জ জানিয়ে
সেনাবাহিনীর নেতৃত্বাধীন অনুসন্ধান ও উদ্ধার অভিযানে বুধবার পর্যন্ত হাজারের বেশি মানুষকে বাঁচিয়েছে।
অত্যন্ত ভারী বৃষ্টির কারণে মঙ্গলবার ভোরে ওয়েনাডের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঘটনা ঘটে, যার ফলে কমপক্ষে ২৯৬ জন মারা যান এবং ২০০ জনেরও বেশি আহত হয়।আরও ২৪০ জনের মত এখনও নিখোঁজ রয়েছেন।
সেনাবাহিনী মানবিক সহায়তা ও দুর্যোগ ত্রাণ (HADR) পৌঁছোবার জন্য কোঝিকোড়ে ব্রিগেডিয়ার অর্জুন সেগানের সঙ্গে কর্ণাটক এবং কেরালা সাব অ্যারিয়ার জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল বিনোদ ম্যাথিউ-এর নেতৃত্বে একটি কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করেছে। যার মাধ্যমে ওই এলাকার মানুষের জন্য সমস্ত প্রকারের সুযোগ সুবিধা উপলব্ধ করা যায়। ইতি মধ্যেই ভারী বৃষ্টির কারণে মাঝে মাঝে কাজ বন্ধ করে দেওয়া হচ্ছে। যার ফলে প্রয়োজনীয় মানুষদের কাছে ত্রাণ পৌঁছে দিতে দেরি হচ্ছে।