বিজেপির জেলা সভাপতির পিতৃদেব তথা প্রবীণ ব্যবসায়ী হরিগোপাল সাহা প্রয়াত

দিলোয়ার বড়ভূইয়া, ধলাই।
বরাক তরঙ্গ, ১৮ নভেম্বর : পালংঘাট বাজারের প্রবীণ নাগরিক তথা বিশিষ্ট ব্যবসায়ী হরিগোপাল সাহা আর নেই। মঙ্গলবার বিকেল ৩টা ৪৫ মিনিটে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৫ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। হরিগোপাল সাহা ছিলেন স্থানীয় ব্যবসায় সমাজের এক সম্মানিত নাম। সুদীর্ঘ কর্মজীবনে তিনি সততা, নীতিবোধ ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে ব্যবসা পরিচালনা করেছেন। তাঁর অমায়িক ব্যবহার ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ তাঁকে এলাকার মানুষের কাছে বিশেষভাবে প্রিয় করে তুলেছিল।
মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী ও তিনি ছেলে গৌতম সাহা, উত্তম সাহা ও রূপম সাহাসহ  নাতি-নাতনি। কনিষ্ঠ পুত্র রূপম সাহা বর্তমানে কাছাড় জেলা বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর বাবার মৃত্যুর সংবাদে রাজনৈতিক এবং সামাজিক মহলেও শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ব্যবসায়ী মহল, বাজার কমিটি ও বিভিন্ন সামাজিক সংগঠন প্রয়াত হরিগোপাল সাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। তাঁর বাড়িতে আত্মীয়স্বজন, পরিচিতজন শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা জানাতে ভিড় জমিয়েছেন। বুধবার তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে বলে পরিবার সূত্রে জানা গেছে। প্রয়াত হরিগোপাল সাহার আত্মার চিরশান্তি কামনা সহ পরিবারকে সমবেদনা জানাতে তার বাড়িতে পৌঁছান মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও কণাদ পুরকায়স্থ, বিধায়ক নীহাররঞ্জন দাস সহ দলীয় কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *