বরাক তরঙ্গ, ৩১ ডিসেম্বর : আর মাত্র কয়েক মুহূর্ত বাকি। আসছে নতুন বছর ২০২৬। নতুন বছরকে ঘিরে সবাই নিজ নিজ প্রস্তুতি সেরে নিয়েছেন। কেউ প্রিয়জনদের সঙ্গে সময় কাটাচ্ছেন, কেউ বা পার্টিতে মেতে উঠেছেন। সব মিলিয়ে সকলেই ব্যস্ত। এরই মধ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। এ উপলক্ষে এক বিবৃতি জারি করে তিনি সবাইকে শুভেচ্ছা জানান এবং আগত বছরটি শুভ ও কল্যাণময় হবে বলে আশা প্রকাশ করেন।
মুখ্যমন্ত্রী বলেন, ইংরেজি নববর্ষ উপলক্ষে অসমবাসীর প্রতি রইল তাঁর আন্তরিক শুভেচ্ছা। মুখ্যমন্ত্রী ড. শর্মা বলেন, নতুন উৎসাহ, সংকল্প ও প্রত্যয়ের সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য নববর্ষ সবার মনে নতুন উদ্দীপনার সঞ্চার করে। তিনি আশা প্রকাশ করেন যে নতুন বছরটি গৌরবময় ঐতিহ্য ও স্বতন্ত্র পরম্পরায় সমৃদ্ধ অসমের জনগণের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে এবং রাজ্যের বর্ণাঢ্য জীবনধারায় নতুন উদ্যম যোগাবে।
রাজ্য যেন উন্নয়ন ও অগ্রগতির নতুন দিগন্ত স্পর্শ করতে পারে, সে লক্ষ্যে নিজ নিজ কর্মক্ষেত্রে আরও নিষ্ঠা ও দায়বদ্ধতার সঙ্গে আত্মনিয়োগ করার জন্য নববর্ষের শুভক্ষণে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান। এছাড়াও ইংরেজি নববর্ষ উপলক্ষে তিনি জনসাধারণের আশীর্বাদ কামনা করেন এবং আশা প্রকাশ করেন যে আগামীতেও রাজ্যের সমৃদ্ধ ঐতিহ্য-সংস্কৃতির সুরক্ষা ও সংরক্ষণের পাশাপাশি উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিক গতি জনগণের অকুণ্ঠ স্নেহ ও সহযোগিতায় সরকার বজায় রাখতে সক্ষম হবে।



