শিলকুড়িতে অপ্রাপ্ত বয়সী প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার
বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : অপ্রাপ্ত বয়সী প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার হল শিলকুড়িতে। শুক্রবার ভোরে শিলকুড়ি ধরমখালে নির্মিয়মাণ মহিলা কলেজের পেছনে কিশোর কিশোরীর ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। এ নিয়ে বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায়। বছর ১৭র নুনিয়া পদবীর কিশোরী এবং ১৮ বছরের অজয় দাসের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দুজনের সম্পর্কের কথা তাদের বাড়ির লোকদেরও জানা ছিল বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত প্রায় ১০টায় কিশোরী ঘর থেকে বের হয় তারপর অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। অন্যদিকে রাত প্রায় ১০-৩০ মিনিটে ঘর থেকে বের হয়ে হরেন্দ্র দাসের প্রথম ছেলে অজয় দাস। এরপর খোঁজাখুঁজি করে কোন সন্ধান পাওয়া যায়নি। আজ ভোরে দু’জনকে একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পান গ্রামবাসীরা। সঙ্গে সঙ্গেই ঘুংঘুর থানায় খবর দেন। বারবার খবর দেওয়ার পর প্রায় সকাল ১০টায় পুলিশ ঘটানস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় শিলচর মেডিক্যাল কলেজে।
এদিকে, হরেন্দ্র দাস জানান বৃহস্পতিবার বিকেলে কিশোরীর বাবা তাকে বিষয়টি জানিয়ে ছেলেকে শাসানির কথা বলে যান। হরেন্দ্রবাবু বলেন, ছেলে বড় হয়ে গেছে তিনি কিভাবে সামাল দেবেন এবং বলেন তিনি যেন তার মেয়েকে ধরিয়ে রাখতে। হরেন্দ্রবাবু আরও বলেন, রাত সাড়ে দশটা নাগাদ তার ছেলে জানায় কিশোরীর বাবা তার মাথা পাঠিয়েছে সে ফোন করবে কিন্তু তার ফোনের রিচার্জ নেই বলে বন্ধুর ফোনে কথা বলতে ঘর থেকে বেরিয়ে যায়। এরপর থেকে আর ঘরে ফিরে আসেনি। খোঁজাখুঁজি করেও কোন সন্ধান মেলেনি। স্থানীয় সূত্রে এও জানা যায় কিশোর শ্রীকোণা আইটিআই পড়ুয়া এবং কিশোরী গুরুকুল স্কুলের পড়ুয়া। এই হৃদয়বিদারক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসার পাশাপাশি চাঞ্চল্য দেখা দিয়েছে।