ভারতে প্রবেশের সময়ে গুলিবিদ্ধ হয়ে নিহত কিশোরীর দেহ, হস্তান্তর
পিএনসি, ধর্মনগর।
বরাক তরঙ্গ ৩ সেপ্টেম্বর : ১৬ বছর বয়সী স্বর্ণা দাসের মৃতদেহ মঙ্গলবার, কৈলাশহরের ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে মনু ল্যান্ড কাস্টমস এ বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে। মরদেহ হস্তান্তরের সময় দুই দেশের সীমান্তে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। উল্লেখ্য, বাংলাদেশের মৌলভীবাজার জেলার জুড়ি থানাধীন ১৬ বছর বয়সী বাংলাদেশের নাগরিক স্বর্ণা দাস বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আন্তর্জাতিক সীমান্তের জিরো পয়েন্টে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ইরানের কৈলাশহর থানার লটিয়াপুরা বিওপির অধীনে। পরে, ২ সেপ্টেম্বর সোমবার বিকেলে, জিরো পয়েন্ট থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কৈলাশহরের উনকোটি জেলা হাসপাতালে পাঠানো হয়। লাশ উদ্ধারের পর ইরানি থানায় একটি মামলা দায়ের করা হয়।
অন্যদিকে, মঙ্গলবার বিকেলে ময়নাতদন্ত শেষে কৈলাশহরে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ ও বাংলাদেশ সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ফরেন্দ্র কুমার দাস বাংলাদেশের মৌলভীবাজার জেলার জুড়ি থানার বাসিন্দা। ফরেন্দ্রংকুমার দাস নিহত ব্যক্তিকে তার ১৬ বছরের মেয়ে স্বর্ণা দাসের বলে শনাক্ত করেছেন। পরে বিএসএফ লাশ বাংলাদেশি সীমান্তরক্ষীদের কাছে হস্তান্তর করে। লাশ হস্তান্তরের পর ইরানি থানার ওসি অরুন্দয় দাস এবং কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী নিশ্চিত করেছেন যে ১৬ বছর বয়সী স্বর্ণা দাস একজন বাংলাদেশী নাগরিক সীমান্তরক্ষী। এবং গুলিটি নিহতের বুকে লেগেছে বলেও জানিয়েছেন। তবে ফরেনসিক রিপোর্টে জানা যাবে গুলিটি বিএসএফ নাকি বাংলাদেশের সীমান্তরক্ষীরা করেছে। তবে সূত্রের খবর, ১৬ বছর বয়সী স্বর্ণা গত ১ সেপ্টেম্বর অবৈধভাবে ভারতে আসার সময় স্বর্ণার মায়ের সঙ্গে ছিলেন। বাবা ফরেন্দ্র কুমার দাস সঙ্গে ছিলেন না। স্বর্ণার মায়ের হার্টের অবস্থা ভালো ছিল না। হার্টের চিকিৎসার জন্য অবৈধভাবে ভারতে আসতে চেয়েছিলেন তারা। গুলির শব্দ শুনে স্বর্ণা ও তার মা পালিয়ে যায়। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, স্বর্ণার মা বর্তমানে বাংলাদেশের মৌলভীবাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন।