মিজোরামে মাদক পাচারে করিমগঞ্জের যুবক সহ গ্রেফতার ৫

মিজোরামে মাদক পাচারে করিমগঞ্জের যুবক সহ গ্রেফতার ৫

বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : মিজোরামে মেথামফেটামিন পাচারে করিমগঞ্জের এক যুবক সহ পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রের ভিত্তিতে সিআইডি ক্রাইমের অধীনে বিশেষ মাদকদ্রব্য পিএস টিম লুংভের, সাকাউরতুইচুন এলাকায় অভিযান চালিয়ে ৪১.২৩৪ কেজি সন্দেহভাজন মেথামফেটামিন উদ্ধার করে। পাশাপাশি জড়িত থাকা ৫ ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

ধৃত ব্যক্তিরা হল করিমগঞ্জ জেলার রূপরগুলের বাসিন্দা নাসির উদ্দিন (৩৪), উত্তর ত্রিপুরার বাঘনের অনুরুল হক (৩৭), মায়ানমারের রিহখাওদার তলংথাঙ্গার ইদেনথারা (২৭), মিজোরামের চামফাই জেলা  হ্রুয়াইকাউন রোসহারলিয়ানা (৩৮) ও চাম্পাই জেলার খুয়াংলেঙের যুবক ভ্যানলালভুঙ্গা (৪৭)।

মিজোরামে মাদক পাচারে করিমগঞ্জের যুবক সহ গ্রেফতার ৫

তাদের বিরুদ্ধে স্পেশাল নারকোটিক্স পিএস মামলা করা হয়। পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। পুলিশ সূত্রে জানা যায় বাজেয়াপ্ত করা মেথামফেটামিনের কালো বাজারে মূল্য ৫,৩৬,০৪,২০০ টাকা।

Author

Spread the News