১৬ মে থেকে শুরু হচ্ছে হজযাত্রার বিমান

১৬ মে থেকে শুরু হচ্ছে হজযাত্রার বিমান

বাপন লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ৭ মে : আগামী ১৬ মে থেকে হজযাত্রীদের নিয়ে সৌদি আরবে বিমান যাত্রা শুরু হচ্ছে বলে জানানো হয়েছে হজ কমিটির তরফে। প্রথমে ৯ মে থেকে হজযাত্রীদের বিমান যাত্রা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দিনক্ষণ এগিয়ে আসতে যাত্রীদের নিয়ে বিমানের সূচি ঠিক না হওয়ায় তারিখ পরিবর্তন করে এবার ১৬ মে থেকে দেশের বিভিন্ন রাজ্য থেকে হজযাত্রীদের নিয়ে প্রথম বিমান উড়বে। এতে মক্কা-মদিনায় হজ পালনে যেতে প্রস্তুতি প্রায় সম্পন্ন করে ফেলেছেন অসমের হজযাত্রীদের। গুয়াহাটি বিমানবন্দর থেকে বিশেষ বিমানে জেদ্দার উদ্দেশে আরবে পাড়ি দেওয়ার দিনক্ষণ অপেক্ষা করছেন হজযাত্রীরা।

ভারী বৃষ্টিপাতে রেল-সড়কে গুয়াহাটিতে যাওয়ার আশঙ্কায় বরাকের হজযাত্রীরা_____

রাজ্যের যৌথ হজ কমিটির আওতায় এবছর হজব্রত পালনে যাচ্ছেন ৩ হাজার ৯০৫ হজ যাত্রী বলে জানা গেছে। এরমধ্যে বেশীর ভাগই বরাক উপত্যকার তিন জেলার। এবার ভারী বৃষ্টিপাতের ফলে গুয়াহাটি যাওয়ার দুশ্চিন্তায় রয়েছেন উপত্যকার হজযাত্রীরা। ভারী বর্ষণে সড়ক ও রেল যোগাযোগ সময়ে সময়ে বিচ্ছিন্ন হচ্ছে। গুয়াহাটি যাওয়ার নির্দিষ্ট সময়ে রেল-সড়ক বন্ধ হলে বিপাকে পড়বেন হজযাত্রীরা। অন্যদিকে, রেল-সড়ক বন্ধ হতেই শিলচর-গুয়াহাটি বিমান ভাড়া আকাশছোঁয়া হয়ে যায়। সবমিলিয়ে  গুয়াহাটি পর্যন্ত যাওয়ার আতঙ্ক তাড়া করছে উপত্যকার হজযাত্রীদের মধ্যে।

Author

Spread the News