বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : সম্পতি বঙ্গীয় সঙ্গীত পরিষদের সমাবর্তন সম্পন্ন হয়েছে শিলচরে। আর এরপর থেকেই সংস্কৃতি মহলে খুশীর বার্তা বইছে। আর এই সমাবর্তনেই হাইলাকান্দির উদীয়মান শিল্পী পিয়ালী ভট্টাচার্য রৌপ্য পদক দখল করতে সক্ষম হওয়ায় বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে।
বঙ্গীয় সঙ্গীত পরিষদ কর্তৃক আয়োজিত নজরুল গীতির বিভাকর (পঞ্চম বর্ষ) পরীক্ষায় পিয়ালী ভট্টাচার্য এই পদক লাভ করে কলকাতার বঙ্গীয় সঙ্গীত পরিষদের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সর্ব ভারতীয় পর্যায়ে আয়োজিত এই পরীক্ষায় দ্বিতীয় সর্বোচ্চ নম্বর প্রাপক হিসেবে এই কৃতিত্ব অর্জন করে এমর্মে গত রবিবার শিলচর বঙ্গভবনে পরিষদের ৪৮ তম বার্ষিক সমাবর্তন উপলক্ষে বিভিন্ন শিক্ষার্থীর সঙ্গে পিয়ালীকে ও আনুষ্ঠানিক ভাবে সম্মাননা প্রদান করা হয়। পরিষদের পক্ষ থেকে রৌপ্য পদক, এক কালীন আর্থিক বৃত্তি সহ নজরুল গীতিতে পঞ্চম বর্ষ সঙ্গীত বিভাকর উপাধি প্রদান করা হয়। আয়োজকদের পক্ষ থেকে পুরষ্কার তুলে দেন প্রশাসনিক আধিকারিক বিক্রমজিৎ চক্রবর্তী। প্রসঙ্গত হাইলাকান্দি শহরের একাদশ শহিদ সরণির গৌতম রায় লেনের বাসিন্দা শিক্ষক তথা সংস্কার ভারতীর হাইলাকান্দি জেলা শাখার সভাপতি তথা বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক পিনাক পাণি ভট্টাচার্য ও সমাজকর্মী রূপালি ভট্টাচার্যের কন্যা পিয়ালী বিশিষ্ট সঙ্গীত শিক্ষিকা মলিনা চৌধুরীর তত্বাবধানে কণ্ঠ সঙ্গীতের তালিম নিচ্ছেন। এছাড়াও হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীতে বিশারদ উপাধি প্রাপ্তা পিয়ালী বর্তমানে নজরুল গীতি ও রবীন্দ্র সঙ্গীত সহ বিভিন্ন পর্যায়ের গানের চর্চা করে চলেছেন। পিয়ালী হাইলাকান্দির গীতায়ন সঙ্গীত বিদ্যালয়ের অধীনে নজরুল গীতির পরীক্ষায় বসেছিলেন। তার এই সাফল্যে গীতায়নের অধ্যক্ষা সুদীপা চৌধুরী, সম্পাদক দেবজিত দাস এবং প্রতিষ্ঠানের সঙ্গীত শিক্ষিকা মলিনা চৌধুরী সহ অন্যান্য শিক্ষার্থী ও সংস্কৃতি মহল সন্তোষ প্রকাশ করে তাঁকে অভিনন্দন জানিয়েছে। এছাড়াও সংস্কার ভারতীর হাইলাকান্দি শাখার পক্ষ থেকে ও পিয়ালী ভট্টাচার্যকে অভিনন্দন জানান সম্পাদক ড. অভিজিৎ মিত্র সহ শংকর চৌধুরী সহ অন্যান্যরা।


