কৃত্রিম বন্যায় ভাসছে গুয়াহাটি
বরাক তরঙ্গ, ৬ অক্টোবর : কৃত্রিম বন্যায় ভাসছে গুয়াহাটি মহানগর। ঘর থেকে বের হওয়া মুশকিল হয়ে উঠেছে মানুষের। চারদিকে শুধু বৃষ্টির জমা জল। রাতভর ভারী বর্ষণে গুয়াহাটির বৃষ্টিপ্রবণ এলাকায় আবারও কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে। কোথাও যানজট নেই। কৃত্রিম বন্যায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।
নগরীর অনিল নগর, নবীন নগর ও চানমারি এলাকা প্লাবিত হয়েছে। ভিআইপি সড়ক, পাথরকুয়ারি ও বড়বাড়িতেও বন্যা দেখা দিয়েছে। আরজি বরুয়া রোডে প্রচুর জল জমে আছে। জুরোড প্রায় বাধাগ্রস্ত
যাতায়াতে। এক কথায় জলবন্দি হয়ে পড়েছেন নগরবাসী।