১৪ ডিসেম্বর : অস্ট্রেলিয়ার সিডনিতে খ্যাতনামা বন্ডি সমুদ্র সৈকতে বন্দুকবাজদের তাণ্ডবে নির্বিচারে মৃত্যু হল মানুষের। আজ দুপুরে দুই বন্দুকবাজ ওই সমুদ্র সৈকতে এলোপাথাড়ি গুলি চালায় বলে অভিযোগ। যার ফলে মৃত্যু হয়েছে কমপক্ষে ১২ জনের। আহতের সংখ্যা বহু। ঘটনাস্থলে পৌঁছয় নিউ সাউথ ওয়েলস পুলিশ। বন্দুকবাজদের লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়েন পুলিশ কর্মকর্তারা।
সূত্রের খবর, পুলিশের গুলিতে এক বন্দুকবাজের মৃত্যু হয়েছে। বাকি একজন আহত। সিডনির স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার পর বন্ডি সমুদ্রসৈকতে হামলার ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে যে সিডনির বন্ডি সমুদ্র সৈকতে একটি ইহুদি সমাবেশের কাছে গুলি চালানোর ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। অন্যদিকে হামলা চালানো এক বন্দুকবাজের মৃত্যু হয়েছে।
অন্য আরেক অভিযুক্তকে আটক করা হয়েছে। ইতিমধ্যেই এক বন্দুকবাজের পরিচয় জানতে পেরেছে নিউ সাউথ ওয়েলস পুলিশ। তার নাম নাভিদ আক্রম। গোটা ঘটনার তীব্র নিন্দা করে শোকপ্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানেজ। পুলিশ সূত্রে খবর, বন্দুকবাজরা ৫০ রাউন্ড গুলি চালিয়েছে।
অন্য আরেক অভিযুক্তকে আটক করা হয়েছে। ইতিমধ্যেই এক বন্দুকবাজের পরিচয় জানতে পেরেছে নিউ সাউথ ওয়েলস পুলিশ। তার নাম নাভিদ আক্রম। গোটা ঘটনার তীব্র নিন্দা করে শোকপ্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানেজ। পুলিশ সূত্রে খবর, বন্দুকবাজরা ৫০ রাউন্ড গুলি চালিয়েছে।


