শিক্ষিকা মঙ্গলা নাথকে “ন্যাশন বিল্ডার অ্যাওয়ার্ড” প্রদান গ্রিনল্যান্ডের

বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ রোটারি গ্রিনল্যান্ড ক্লাব, শিলচর, প্রত্যেক বছর শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত করে থাকে। এই উপলক্ষে শনিবার, ১৪ সেপ্টেম্বর শিলচর মেহেরপুর এলাকার এক অনুষ্ঠান ভবনে ৭৩ জন শিক্ষক-শিক্ষিকাদের হাতে সম্মাননা স্মারক ও উত্তরীয় দিয়ে সম্মানিত করা হয়। “ন্যাশন বিল্ডার অ্যাওয়ার্ড” নামক এই অনুষ্ঠানে শিলচরের নর্মাল স্কুলের ঐতিহ্যবাহী শরৎকালী মোহন সরকারি প্রেকটিসিং এমভি স্কুলের শিক্ষিকা মঙ্গলা নাথকেও সম্মান জানানো হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারির প্রাক্তন অ্যাসিস্টেন্ট গভর্নর তৈমুর রাজা চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যাপক তথা বিশিষ্ট চিকিৎসক ডাঃ গিরিধারী কর, বর্তমান অধ্যাপক ডাঃ পৃথ্বীরাজ ভট্টাচার্য, রোটারি ক্লাব অব গ্রিনল্যান্ড শিলচরের সভাপতি ডাঃ অমিত কালোয়ার, সম্পাদক ধীরাজ জৈন, ক্লাব লিটারেসির চেয়ারম্যান সন্দীপ সিং ওয়ালিয়া, দুই প্রজেক্ট চেয়ারম্যান বিশ্বজিৎ বনিক ও মধুমিতা পাল এবং অন্যান্যরা। উল্লেখ্য যে শিক্ষিকা মঙ্গলা নাথ বরাকের একজন প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী। তাঁর এই সম্মানে পরিচিত মহলে খুশী ব্যক্ত করা হয়েছে।

শিক্ষিকা মঙ্গলা নাথকে "ন্যাশন বিল্ডার অ্যাওয়ার্ড" প্রদান গ্রিনল্যান্ডের
শিক্ষিকা মঙ্গলা নাথকে "ন্যাশন বিল্ডার অ্যাওয়ার্ড" প্রদান গ্রিনল্যান্ডের

Author

Spread the News