নিয়োগ পরীক্ষা : যানজট মুক্ত সোনাবাড়িঘাট রাখতে মাঠে ভিডিপির কর্মীরা
বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের তৃতীয় শ্রেণি পদের নিযুক্তি পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে বিভিন্ন নেয় সরকার। পরীক্ষার্থীরা যাতে যাতায়াতে কোন ধরনের সমস্যায় না পড়েন সেজন্য ট্রেন, বাসের ব্যবস্থা করে। এমনকি যানজট মুক্ত রাখতে নানা পদক্ষেপ নেয়। ফুটপাতে অস্থায়ী দোকান না বসানো সহ রাস্তায় অযথা দাঁড়িয়ে না রাখার আহ্বান করা হয়েছিল। তারপরও পরীক্ষার্থীদের বিভিন্ন ধরনের যানবাহনের ফলে কিছু কিছু এলাকায় কৃত্রিম যানজট সৃষ্টি হয়। কিন্তু সকাল দিকে সোনাবাড়িঘাট বাজারে কোন যানজট সৃষ্টি হয়নি। কেননা পুলিশের সঙ্গে সোনাবাড়িঘাট প্রথম খণ্ড গ্রাম রক্ষী বাহিনী যানজট মুক্ত রাখতে মাঠে নেমে পড়ে।
ভিডিপি সম্পাদক নাজিম উদ্দিন জানান, তিনি তাদের সদস্যদের নিয়ে সকাল থেকেই বাজারে রয়েছেন। বাজারে কোন যানবাহনকে অবৈধভাবে পার্কিং করার সুযোগ দেওয়া হয়নি। এতে পরীক্ষার্থীরা সহজেই এই অঞ্চল পার হয়ে গন্তব্যস্থলে পৌঁছতে পেরেছেন। সহযোগিতা করেছেন সোনাবাড়িঘাট দ্বিতীয় খণ্ড ভিডিপি নায়ক আলিম উদ্দিন লস্করও। এছাড়াও পরীক্ষা কেন্দ্রের বাইরে ভিড় না হয় তাই সেখানেও দেখা যায় ভিডিপি কর্মীদের। তবে পরীক্ষা শেষ হলে সোনাবাড়িঘাটকে যানজট মুক্ত রাখতে হিমশিম খেতে হয়েছে পুলিশ সহ ভিডিপি কর্মীদেরও।
উল্লেখ্য, রবিবার তৃতীয় শ্রেণির নিযুক্তি পরীক্ষায় বরাক উপত্যকায় সর্বমোট পরীক্ষার্থী রয়েছেন ৭৫ হাজার ৭০৭ জন।