মহাকুম্ভে নিখোঁজ শিলচরের যুবক, উৎকণ্ঠায় পরিবার

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১০ ফেব্রুয়ারি : মহাকুম্ভে গিয়ে নিখোঁজ হলেন শিলচরের এক যুবক। মেহেরপুর কুয়ারপার এলাকার সুরজিৎ রায় গত ৬ ফেব্রুয়ারি শিলচর থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা হন। মহাকুম্ভমেলায় ৮ ফেব্রুয়ারি উপস্থিত হয়ে তিনি ত্রিবেণী সঙ্গমে স্নানও করেন। সঙ্গে শিলচরের কয়েকজন বন্ধু ছিলেন। কিন্তু স্নান করে ফেরার পথে বিকেল থেকেই তিনি নিখোঁজ হয়ে যান। স্ত্রী চামেলী রায় সহ পরিবারের লোকেরা জানান ৮ ফেব্রুয়ারি বিকেলে শেষ কথা হয়ে সুরজিতের সঙ্গে। তিনি তখন জানান বাড়িতে ফিরে আসবেন। কিন্তু সন্ধ্যা থেকেই মোবাইল সুইচ অফ থাকায় আর তার সঙ্গে যোগাযোগ সম্ভব হচ্ছে না। বন্ধু-বান্ধবেরাও জানান তারা অনেক খোঁজাখুঁজি করে সুরজিতের হদিশ পাচ্ছেন না। এ নিয়ে শিলচর রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে নিখোঁজ সংক্রান্ত এক মামলা দায়ের করেন তিনি।

এছাড়া কেউ যদি সুরজিৎকে পেয়ে থাকেন তবে ৭০৮৬৪ ৮৮০৫৪ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানান পরিবারের লোকেরা।

মহাকুম্ভে নিখোঁজ শিলচরের যুবক, উৎকণ্ঠায় পরিবার
মহাকুম্ভে নিখোঁজ শিলচরের যুবক, উৎকণ্ঠায় পরিবার

Author

Spread the News