শ্রীভূমির জেলা স্তরের জাতীয় কৃমিনাশক দিবস উদ্বোধন

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১০ ফেব্রুয়ারি : শ্রীভূমি জেলায় ১ থেকে ১৯ বছর বয়সী শিশু ও কিশোর-কিশোরীদের কৃমি সংক্রমণ থেকে রক্ষা করার লক্ষ্য নিয়ে সোমবার পিএমশ্রী এমএমএমসি গার্লস এইচএস স্কুলে জাতীয় কৃমিনাশক দিবস (NDD)-এর জেলা স্তরের উদ্বোধন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের দায়িত্ব প্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত মিনার্ভা দেবী আরামবাম, যুগ্ম স্বাস্থ্য সঞ্চালন ডাঃ সুমনা নাইডিং, বিদ্যালয় সমূহের পরিদর্শক নীলমজ্যোতি দাস, এনএইচএম এর ডিপিএম  হানিফ মোহম্মদ কৌশর আলম, এনএইচএম এর জেলা মিডিয়া বিশেষজ্ঞ সুমন চৌধুরী, এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিল্পী দে।

শ্রীভূমির জেলা স্তরের জাতীয় কৃমিনাশক দিবস উদ্বোধন

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মিনার্ভা দেবী আরামবাম কৃমিনাশনের গুরুত্ব ব্যাখ্যা করেন এবং অপুষ্টি ও অ্যানিমিয়া প্রতিরোধে এর প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন, কৃমি সংক্রমণের ফলে শিশুরা ক্লান্ত অনুভব করতে পারে, শারীরিক ও মানসিক বিকাশে ব্যাঘাত ঘটতে পারে এবং অপুষ্টির শিকার হতে পারে। এই সহজ চিকিৎসার মাধ্যমে তাদের স্বাস্থ্য ভালো রাখা সম্ভব। ডাঃ সুমনা নাইডিং, জানান যে, সকল স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কৃমিনাশক ওষুধ বিতরণ করা হবে। তিনি অভিভাবকদের আশ্বস্ত করে বলেন, অ্যালবেন্ডাজোল ট্যাবলেট নিরাপদ এবং এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর দ্বারা অনুমোদিত।

শ্রীভূমির জেলা স্তরের জাতীয় কৃমিনাশক দিবস উদ্বোধন

তিনি আরও জানান, যারা আজ কৃমিনাশক ওষুধ নিতে পারেনি, তাদের জন্য ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত মপ-আপ রাউন্ড চলবে। বিদ্যালয় পরিদর্শক নীলমজ্যোতি দাস শিক্ষকদের ভূমিকার উপর জোর দিয়ে বলেন, শিক্ষা ও স্বাস্থ্য পরস্পরের সঙ্গে যুক্ত। একজন সুস্থ শিশু ভালোভাবে শিখতে পারে, তাই কৃমিনাশন কর্মসূচির সঠিক বাস্তবায়ন নিশ্চিত করা আমাদের দায়িত্ব। অনুষ্ঠানে কৃমি সংক্রমণ প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখার প্রয়োজনীয়তা সম্পর্কেও সচেতনতা বৃদ্ধি করা হয়, যেখানে নখ পরিষ্কার ও ছোট রাখা, খাবার খাওয়ার আগে ও টয়লেট ব্যবহারের পরে সাবান দিয়ে হাত ধোয়া, জুতা বা চপ্পল পরা, খোলা জায়গায় মলত্যাগ না করা এবং শৌচাগার ব্যবহার করা, চারপাশ পরিষ্কার রাখা, ফল ও শাকসবজি পরিষ্কার জলে ধোয়া এবং বিশুদ্ধ ও পরিষ্কার জল পান করার গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের কৃমিনাশক ওষুধ খাওয়ানোর মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।

শ্রীভূমির জেলা স্তরের জাতীয় কৃমিনাশক দিবস উদ্বোধন

এছাড়াও, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ১-১৯ বছর বয়সী সমস্ত শিশুকে কৃমিনাশক ওষুধ খাওয়ানোর ব্যবস্থা করবেন বলে জানানো হয়। এই কর্মসূচি স্বাস্থ্য, শিক্ষা ও সমাজ কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে। জেলা মিডিয়া বিশেষজ্ঞ সুমন চৌধুরী ধন্যবাদ জ্ঞাপন করে স্বাস্থ্য, শিক্ষা ও সমাজ কল্যাণ বিভাগের সমন্বিত প্রচেষ্টার প্রশংসা করেন এবং কর্মসূচিকে সফল করার আহ্বান জানান।

Author

Spread the News