বাংলাদেশে পিস্তল ও কার্তুজ পাচারের সময় গ্রেফতার মণিপুরের যুবক

বরাক তরঙ্গ, ১০ ফেব্রুয়ারি : বাংলাদেশে পিস্তল ও কার্তুজ পাচারের সময় হাতেনাতে ধরা পড়ল মণিপুরের এক যুবক। ত্রিপুরার খোয়াই সিঙ্গিছড়া সীমান্ত দিয়ে পাচারের সময় মণিপুরের বছর ২৫ এর যুবক দাংশাওয়া মোলজিকে পাকড়াও করেন কাস্টম অফিসাররা। যুবকের কাছ থেকে ৪টি পিস্তল (রাশিয়া, মার্কিন ও ভারতীয় তৈরি), ১৫০টি কার্তুজ এবং ৫টি ম্যাগজিন উদ্ধার করা হয়।

জানা যায়, আগরতলার কাস্টমস ডিভিশনের অফিসাররা এক গোপন সূত্রের ভিত্তিতে অভিযানে নেমে এই সাফল্য পান। তাঁদের কাছে খবর ছিল মণিপুরের এক যুবক পিস্তল ও কার্তুজ নিয়ে লামডিং থেকে আগরতলায় এসেছে। আর এই খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ত্রিপুরার খোয়াই সিঙ্গিছড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে পিস্তল ও কার্তুজ পাচারের সময় তাকে হাতেনাতে ধরা হয়।

বাংলাদেশে পিস্তল ও কার্তুজ পাচারের সময় গ্রেফতার মণিপুরের যুবক
বাংলাদেশে পিস্তল ও কার্তুজ পাচারের সময় গ্রেফতার মণিপুরের যুবক

Author

Spread the News