বরাক তরঙ্গ, ৭ জানুয়ারি : প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের শেষকৃত্য সম্পন্ন হবে বৃহস্পতিবার। এ দিন শিলচরের শ্মশানঘাটে কবীন্দ্র পুরকায়স্থের শেষকৃত্য সম্পন্ন হবে। সকাল ন’টায় কাছাড় জেলা বিজেপির কার্যালয়ে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে। সেখানে দলীয় কর্মকর্তারা শেষ শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর দুপুর বারোটায় শোকমিছিল করে নিয়ে যাওয়া হবে জেলা ক্রীড়া সংস্থার মাঠে। সেখানে দলমত নির্বিশেষে সাধারণ মানুষ, আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও গুণমুগ্ধরা এই জননেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। সকালে প্রথমে বাড়িতে নেওয়া হবে মরদেহ। দলীয় সূত্রে এ সময়সূচি জানা যায়।
বৃহস্পতিবার শেষকৃত্য সম্পন্ন হবে পিতামহ কবীন্দ্র পুরকায়স্থের



