বরাক তরঙ্গ, ১৬ জানুয়ারি : শিলচর শঙ্কর মঠ ও মিশনে প্রতিবছরের মতো এবারও ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং পরম পূজ্য স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৭তম জন্মবার্ষিকী উদযাপনের উদ্দেশ্যে আগামী ১৯ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত তিনদিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক গীতা প্রচার সংস্থা হিসেবে পরিচিত এই শিলচর শঙ্করমঠ ও মিশনের প্রায় একশো বছরেরও বেশি সময় ধরে দেশ-বিদেশে ভগবদ্গীতার প্রচার-প্রসার করে আসছে। কর্মাধ্যক্ষ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ জানান, গীতা কেবল হিন্দুদের ধর্মগ্রন্থ নয়, বরং মানবজীবন গঠনের এক আদর্শ ধর্মগ্রন্থ। গুরুদেব স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজ এই আদর্শকে অবলম্বন করে আজীবন গীতা যজ্ঞ, গীতাপাঠ এবং গীতার মহিমা প্রচারের মাধ্যমে নিপীড়িত, লাঞ্ছিত ও অবহেলিত মানুষের মধ্যে জাতিপাত, বৈষম্য ভুলিয়ে সকলকে একত্রিত করার কাজ করে গেছেন। তাঁর প্রতিষ্ঠিত দেশ ও বিদেশ অসংখ্য-মঠ মন্দির এবং সেবা কাজের মধ্য দিয়ে তিনি কর্মযজ্ঞের সৃষ্টি করেছেন।এই ধারাবাহিকতায়
তিনদিন অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন মহারাজ। অনুষ্ঠান সূচিতে রয়েছে মঙ্গল আরতি, শোভাযাত্রা, শ্রীশ্রী চণ্ডীপাঠ, মহা রুদ্র অভিষেক, শ্রীশ্রী গুরুপূজা, সাধু ভাণ্ডারা, গীতাপাঠ, হনুমান চালিশা পাঠ, রামনাম সংকীর্তন, গুরুভজন, বস্ত্রদান, পুরস্কার বিতরণ, সমবেত প্রার্থনা, সনাতন ধর্ম সম্মেলন, বিশ্বশান্তি গীতাযজ্ঞ, নর-নারায়ণ সেবা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মকাণ্ড। সকল ভক্তবৃন্দকে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল ও সার্থক করার জন্য কর্তৃপক্ষের অনুরোধ জানানো হয়েছে।



