মন্ত্রীর কনভয় গাড়ির সঙ্গে দুর্ঘটনার তদন্ত শুরু : জিপি সিং
বরাক তরঙ্গ, ৮ মার্চ : অসম পুলিশের মহাপরিচালক জিপি সিং বৃহস্পতিবার বলেছেন, মন্ত্রীর কনভয় গাড়ির সঙ্গে দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।
ডিজিপি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যে দিশপুর থানায় একটি মামলা (নং ১৯৮/২৪) নথিভুক্ত করা হয়েছে।
গাড়ির চালকের (একটি মাহিন্দ্রা বলেরো) আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তদন্ত করা হচ্ছে, তিনি বলেন।
তিনি আরও জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত গাড়িটিকে আরও তদন্তের জন্য বাজেয়াপ্ত করা হয়েছে এবং ট্রাফিক আইনের অধীনে প্রক্রিয়াটি ত্বরান্বিত করা হয়েছে।
তবে তদন্তের ঘোষণা দিতে গিয়ে মন্ত্রীর কনভয়ের বিষয়ে কোনও মন্তব্য করেননি পুলিশের শীর্ষ কর্মকর্তা।
উল্লেখ্য, রবিবার জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকার সঙ্গে তাঁর কনভয়ের সংঘর্ষে ৩০ বছর বয়সী এক ব্যক্তি নিহত ও অপর একজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে গুয়াহাটির খানাপাড়া এলাকায়।