বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১০ ডিসেম্বর : জিপি সভাপতি স্ত্রী, আর চেয়ারে বসে কাজ সামলাচ্ছেন স্বামী। এমন অভিযোগ এনে জেলা কমিশনারের কাছে স্মারকপত্র দিলেন রংপুর প্রথম খণ্ডের বাসিন্দা ফারুক উদ্দিন লস্কর। বৃহস্পতিবার তিনি স্মারকপত্র প্রদানের পর সংবাদ মাধ্যমকে জানান রংপুর গ্রাম পঞ্চায়েত সভাপতির অনুপস্থিতিতে স্বামী সরকারি কাজ করছেন। শুধু তা নয়, জিপি কার্যালয়ের বসে থাকেন বলে তিনি অভিযোগ করেন। তদন্ত ক্রমে বিহীত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বলে জানান।
জিপি সভাপতি স্ত্রী, কাজ সামলাচ্ছেন স্বামী, জেলা কমিশনারের দ্বারস্থ


