শিলচরে যানজট সমস্যা নিরসনে সরকারের উচিত “লাইট রেল ট্রানজিট’ করা : সিপিএম

বরাক তরঙ্গ, ১২ জানুয়ারি : শিলচরে প্রস্তাবিত উড়ালপুল সম্পর্কে সিপিআই (এম) এর পক্ষ থেকে এক প্রেস বিবৃতির মাধ্যমে পার্টির অভিমত ব্যক্ত করা হয়েছে। একথা অনস্বীকার্য যে শিলচর শহরে যানজট এক গুরুত্বপূর্ন সমস্যা এবং এই সমস্যার সমাধানে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ জরুরী। বিশেষত ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত রাস্তাটি শহরের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে  অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এব্যাপারে সদর্থক ব্যবস্থা গ্রহণ জরুরী। কিন্তু যে উড়ালপুলের প্রস্তাব দেওয়া হয়েছে তাতে সহমত হওয়া যাচ্ছে না। কারণ এই পথ অত্যন্ত সংকীর্ণ এবং শহরের মুক্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলির অবস্থানও এই পথের দুই পাশে অবস্থিত। সুতরাং ধীর গতির বাহন গুলি উড়ালপুল ব্যবহার না করে সমতল রাস্তায় যাতায়াত করবে। সুতরাং যানজট কমার পরিবর্তে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাছাড়া  মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী এই প্রস্তাব কার্যকর হতে ন্যূনতম দুই বছর সময় লাগবে। এর ফলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হবে, যাদের অপর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে। সুতরাং এই বিষয়ে তাড়াহুড়ো না করে সরকারের উচিত সুচিন্তিত ভাবে বাস্তব সম্মত পরিকল্পনা গ্রহণ করা

শিলচরের ক্রমবর্ধমান যানজট সমস্যা নিরসনে সরকারের উচিত শিলচরের জন্য “লাইট রেল ট্রানজিট (এল আর টি)” যাকে বলা হয় “মেট্রো লাইট” এর মতো পরিকল্পনা গ্রহণ করা এবং রিং রোড এর মতো আধুনিক ব্যবস্থার বিষয়ে সিদ্ধান্ত নেয়া। সিপিএমের কাছাড় জেলা সম্পাদক বিদ্যুৎ দেব এক প্রেসবার্তায় এখবর জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *