সরকারি প্রকল্পগুলি দ্রুত যথাযথভাবে রূপায়নের নির্দেশ রাজ্যপালের
জনসংযোগ হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২৩ ফেব্রুয়ারি : রাজ্যপাল গোলাবচান্দ কাটারিয়া দরিদ্র জনসাধারণের কল্যাণে সরকার গৃহীত প্রকল্প গুলি দ্রুত এবং যথাযথভাবে রূপায়ণের উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি শুক্রবার হাইলাকান্দিতে বিভিন্ন সরকারি বিভাগের প্রকল্প গুলির এক রিভিউ মিটিংয়ে এই নির্দেশ দেন। রাজ্যপাল কাটারিয়া হাইলাকান্দি জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলির বার্ষিক ফলাফল মূল্যায়ন করে শিক্ষা ক্ষেত্রের গুণগত মান আরো উন্নত করার ব্যবস্থা নিতে শিক্ষা প্রতিষ্ঠান সংযুক্তিকরণ করতে বলেন। স্বাস্থ্য বিভাগ থেকে সভায় জানানো হয় যে, জেলায় জেনারেট হওয়া ৪ লক্ষ ৮০ হাজার ৭টি আযুষ্মান কার্ডের মধ্যে এখনও ১ লক্ষ ৪২ হাজার ২২৩টি বণ্টন করা সম্ভব হয়নি।
কৃষি বিভাগের কিষান সম্মান নিধি প্রকল্পের বাস্তবায়নে সন্তোষ প্রকাশ করে রাজ্যপাল কাটারিয়া জেলায় ধান সংগ্রহের কাজ আরো জোরদার করতে বলেন। সমাজকল্যাণ বিভাগে শূন্য থেকে পাঁচ বছরের ৮২ হাজার উপকৃত শিশুকে বিভাগ থেকে পুষ্টি আহার দেওয়া দেওয়া হয় বলে গত বছর জানানো হয়েছিল রাজ্যপালকে। কিন্তু এবছর উপকৃতদের সংখ্যা কমে ৮০ হাজারে আসার কারণ জানতে চাইলে বিভাগ থেকে জানানো হয় যে, যেসব শিশুর আধার কার্ড নেই তাদেরকে উপকৃতদের তালিকা থেকে বাদ দেওয়ার সরকারি নির্দেশের ফলে এই সংখ্যা ২ হাজার কমে গেছে।
রাজ্যপাল বেসরকারি ভবনে থাকা অঙ্গনাদি কেন্দ্র গুলি সরকারি ভবনে স্থানান্তরিত করার উপর গুরুত্ব আরোপ করেন যাতে করে শিশুরা খেলাধুলা করার স্থান পায়। রাজ্যপাল সামাজিক নিরাপত্তামূলক প্রকল্প অটল পেনশন যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা ইত্যাদি আওতায় সব গরিব জনসাধারণকে আনার উপর গুরুত্ব আরোপ করেন, যাতে করে তাদের শেষ বয়সে বীমার সুবিধা পেতে পারেন। জল সেচ বিভাগের সৌর সেচ প্রকল্পগুলির সৌর শক্তি বিকল হলে তা মেরামত করার একটি মেকানিজম প্রণয়ন করতে বিভাগকে বলেন। রাজ্যপাল কৃষকদেরকে তাদের উৎপাদিত সামগ্রী হিমায়িত করে রাখতে কোল্ডস্টোরেজ নির্মাণের ব্যবস্থা নিতেও বলেন প্রশাসনকে।
সভায় ভাষণ দিয়ে জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে জেলার আনারস উৎপাদনের জন্য বিখ্যাত কাটলিছড়ার আনারস চাষীদের জন্য একটি কোল্ড স্টোরেজ নির্মাণ করতে কেন্দ্রীয় ডনার মন্ত্রকের কাছে প্রস্তাব পাঠানো হবে বলে জানান। শুরুতে জেলা পরিষদের সিইও জয়দীপ শুক্লা গত বছরের রাজ্যপালের রিভিউ মিটিং এর পর জেলায় উন্নয়নের অগ্রগতি হার ৭.৫৬ শতাংশ সাধিত হয়েছে বলে জানান। ডিডিসি অ্যালডার্ড ফারহীন সহ জেলার শীর্ষ আধিকারিকরা পর্যালোচনা বৈঠকের অংশ নেন। এর আগে রাজ্যপাল জেলার বিভিন্ন সিকিউরিটি এজেন্সি গুলির কর্মকর্তাদের সঙ্গে হাইলাকান্দিতে আলাদা এক বৈঠকে মিলিত হন।