স্মার্ট মিটার : নিলামবাজারে কংগ্রেসের বিক্ষোভ, সড়ক অবরোধ
বরাক তরঙ্গ, ২ এপ্রিল : কংগ্রেসের ডাকে নিলামবাজার এপিডিসিএল কার্যলয়ে ধরনা কার্যসূচি পালন করা হয়। আন্দোলনে মহিলা কংগ্রেস, যুব কংগ্রেস সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হাতে হাতে প্লেকার্ড নিয়ে মুখ্যমন্ত্রী মুর্দবাদ, বিজেপি সরকার মুর্দাবাদ ধ্বনি দিয়ে আকাশ পাতাল মুখরিত করে তুলেন।
জাতীয় সড়ক পরিক্রমা করে প্রথমে বিদ্যুৎ কার্যালয়ের সামনে ধরনায় বসেন এবং জাতীয় সড়ক অবরোধ করে রাখেন। প্রশাসনের সহযোগিতায় জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী, দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের সভাপতি আমিনুর রশিদ চৌধুরী সহ প্রতিনিধিরা নিলাম বাজার এপিডিসিএল আধিকারীকের সঙ্গে বৈঠকে বসেন এবং আধিকারিককে কড়া ভাষায় জানিয়ে দেন স্মার্ট মিটার অতিসত্বর তুলে নিতে হবে। নতুন করে আর একটি মিটার লাগতে পারবে না। অনতিবিলম্বে স্মার্ট মিটার তুলে না নিলে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন প্রতিনিধিরা।