সরকারি কর্মচারীরা হোম লোন বেড়ে ৩০ লক্ষ
বরাক তরঙ্গ, ৩১ জানুয়ারি : লোকসেবা ভবনে অসম মন্ত্রিসভার বৈঠক শেষ হয়েছে। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে সরকারি কর্মচারীদের জন্য বড় খবর দিয়েছেন মুখ্যমন্ত্রী। এখন থেকে, রাজ্য সরকারের অধীনে সরকারি কর্মচারীরা ‘আপনা ঘর’ প্রকল্পের আওতায় ৩০ লক্ষ টাকা ঋণ নিতে পারবেন।
৩৭,২২৭ জন কর্মচারী আগের ১৫ লক্ষ টাকার পরিবর্তে ৩০ লক্ষ টাকা ঋণ নিতে পারবেন। এর আগে সরকারি কর্মচারীরা ১৫ লক্ষ টাকা পর্যন্ত হোম লোন নিতে পারতেন। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে এই ঋণের পরিমাণ বাড়িয়ে ৩০ লক্ষ টাকা করা হয়েছে।

