শুক্রবার থেকে হাইলাকান্দিতেও সুশাসন সপ্তাহ

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ১৮ ডিসেম্বর : সারা দেশের সঙ্গে  শুক্রবার থেকে হাইলাকান্দি জেলায়ও সুশাসন সপ্তাহ পালন শুরু হবে। এই উপলক্ষে “জনগণের  দুয়ারে সরকার” নামক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এতে জেলার প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে একটি করে সভা অনুষ্ঠিত হবে। সভা গুলিতে সরকারি সব বিভাগের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এতে কোন বিভাগ থেকে কোন পরিষেবা জনসাধারণ পাচ্ছেন তা তুলে ধরা হবে।। পাশাপাশি জনসাধারণের কী কী সমস্যা তা নিরসনে বিভাগ থেকে পদক্ষেপ  নেওয়া হবে। জেলার সব জনসাধারণকে তাদের নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসের‌ সভা গুলিতে উপস্থিত থাকতে হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য ১৯ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে। জেলায় প্রতিদিন ১৫টি জিপি তে একটি করে সভা অনুষ্ঠিত হবে। সুসপ্তাহ পালন উপলক্ষে প্রস্তুতি নিতে বৃহস্পতিবার হাইলাকান্দি জেলা কমিশনারের সভাকক্ষে সব বিভাগের এক সভা অনুষ্ঠিত হয়। ডিডিসি এল্ডাড ফাইরিম এর পৌরোহিত্যে সভায় সব বিভাগকে তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। এরপর বিকেলে জেলার সব জিপি সভাপতিদের সঙ্গে প্রশাসনের আরো একটি সভা অনুষ্ঠিত হয়। এতে আগামী ২৫ তারিখ পর্যন্ত সভার কার্যসূচী নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত অনুসারে শুক্রবার সকাল ১১ টায় যেসব জিপিতে জনগণের দুয়ারে সরকার নামক সভায় কর্মসূচি অনুষ্ঠিত হবে যেগুলি হল লালামুখ জিপি, ধলাই-মলাই জিপি, আলগাপুর-মোহনপুর জিপি, মনিপুর জিপি,জয়কৃষ্ণপুর জিপি। এরপর শুক্রবার বেলা একটায় যেসব জিপিতে  সভা অনুষ্ঠিত হবে সেগুলি হল সুদর্শনপুর জিপি, রাঙ্গাবাক জিপি সৈয়দবন্দ জিপি, মণিপুর জিপি এবং রংপুর রামচন্ডী জিপি।

শুক্রবার বিকেলে তিনটায় যেসব জিপিতে সভা অনুষ্ঠিত হবে সেগুলি হল রাজ্যেশ্বর জিপি,  কাটলিছড়া জিপি, চান্দপুর-বোয়ালিপার জিপি, বরুণছড়া-কুকিছড়া জিপি, এবং আপিন-দীননাথপুর জিপি। সভা গুলিতে সংশ্লিষ্ট জিপির জনসাধারণকে সক্রিয় অংশ নিতে জেলা প্রশাসন থেকে আবেদন জানানো হয়েছে। এদিকে এই কর্মসূচি সফল করতে বৃহস্পতিবার জেলা জুড়ে প্রশাসনের উদ্যোগে মাইকিং করে জনসাধারণকে প্রস্তাবিত এই সভা গুলিতে অংশ নিয়ে তাদের অভাব অভিযোগ এবং সরকারি বিভিন্ন বিভাগের স্কিম সম্পর্কে অবহিত হতে আবেদন জানানো হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *