গোঁসাইপুর-দুর্গানগর জিপির তিনটি গ্রুপ রাখার দাবি
বরাক তরঙ্গ, ২৬ সেপ্টেম্বর : গোঁসাইপুর-দুর্গানগর জিপির তিনটি গ্রুপ কেটে দুধপাতিল জিপিতে অন্তর্ভুক্ত করায় ক্ষুব্ধ গ্রামবাসী। বৃহস্পতিবার গ্রুপ কর্তনে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। ডিলিমিটেশনের গ্রাম পঞ্চায়েতের খসড়া তালিকায় গোঁসাইপুর- দুর্গানগর জিপির দুর্গানগর প্রথম ও দ্বিতীয় খণ্ড এবং চলিতাকান্দি রেভিনিউ ভিলেজ গোঁসাইপুর-দুর্গানগর জিপি থেকে বাদ দিয়ে দুধপাতিল জিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে তিনটি গ্রুপের জনগণ প্রায় ছয় থেকে সাত কিলোমিটার দূরে দুধপাতিল জিপিতে যেতে হবে এবং প্রচুর অসুবিধার সম্মুখীন হতে হবে। এই বিষয়ে উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোমের সঙ্গে আলোচনা ক্রমে শিলচর জেলা আয়ুক্ত কার্যালয়ে শুনানি করা হয়। গ্রামবাসীর অভিযোগ একটি দুষ্ট চক্র তার নিজস্ব স্বার্থের জন্য ঐদিন শুনানি সম্পূর্ণ হয়নি।
এদিন গ্রামবাসীরা জেলা আয়ুক্তের দৃষ্টি আকর্ষণ করে বলেন, গোঁসাইপুর-দুর্গানগর জিপি থেকে যে তিনটি গ্রুপ দুধপাতিল জিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে তা বহাল রাখার জন্য। অন্যথায় গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে জানান গ্রামবাসী। এ দিনের এই সভায় উপস্থিত ছিলেন সন্তোষ সিং, সলাম উদ্দিন বড়ভূইয়া, প্রেমচন্দ্র শর্মা, শিরীষ রবিদাস, জহুর উদ্দিন বড়ভূইয়া, কুটিয়া রবিদাস, জমির হোসেন, রহমত উদ্দিন, মোজাম্মিল আলু ছাড়াও শতাধিক লোক।