বরাক তরঙ্গ, ৬ ডিসেম্বর : বিভিন্ন অভিযোগে ধৃত ‘ডিজায়ার ফর লাইফ’ নামের এনজিও-র কর্মকর্তা গীতা পাণ্ডেকে গ্রেফতারের পর পুলিশ জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদের সূত্রে বেশ কিছু গুরুতর তথ্য বেরিয়ে এসেছে বলে জানা গেছে পুলিশ সূত্রে।
প্রতারণা ও নানাভাবে চাপ সৃষ্টি করে অর্থ আদায় সহ ভিডিওবার্তায় আদালত এবং পুলিশ বিভাগ সম্পর্কে আপত্তিজনক কথাবার্তা বলা ইত্যাদি অভিযোগে গ্রেফতারের পর বৃহস্পতিবার পুলিশ গীতাকে আদালতে পেশ করে। আদালতের অনুমতিতে সেদিন জিজ্ঞাসাবাদ চালাতে তাকে একদিনের জন্য নিয়ে যাওয়া হয় পুলিশ হেফাজতে। একদিনের হেফাজত পর্ব শেষে শুক্রবার তাকে ফের আদালতে পেশ করা হয়। এদিন আদালতের তোলে ফের তিনদিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়।


