শিলচরে বিশাল ইয়ুথ জোড়ো যাত্রা, পা মেলালেন গৌরব-শ্রীনিবাস
বরাক তরঙ্গ, ৩ অক্টোবর : শিলচরে কংগ্রেসের বিশাল ইয়ুথ জোড়ো যাত্রায় অংশ নিলেন সাংসদ গৌরব গগৈ ও ইয়ুথ কংগ্রেস সভাপতি শ্রীনিবাস বিবি। মঙ্গলবার প্রথমে শিলচর ইন্দিরা ভবনে সাংসদ গৌরব গগৈ ও ইয়ুথ কংগ্রেস সভাপতি শ্রীনিবাস বিবির হাত ধরে বিজেপি ত্যাগ করে ৬০ জন এবং এআ ইউডিএফ দলের আটজন কর্মী কংগ্রেসের যোগদান করেন।
তারপর ২০২৪ এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস ভবন থেকে এক বিশাল ইয়ুথ জোড়ো যাত্রা বের করা হয়।
এদিনের ইউথ জোরো যাত্রায় সাংসদ গৌরব গগৈ, ইয়ুথ কংগ্রেসের সভাপতি শ্রীনিবাস বিবি, করিমগঞ্জের বিধায়ক কমলক্ষ দে পুরকায়স্থ, কাছার জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, প্রাক্তন মন্ত্রী অজিত সিং সহ তিন জেলার সব স্তরের কংগ্রেসকর্মীরা অংশগ্রহণ করেন।
এই ইয়ুথ জোড়ো যাত্রাটি শিলচর জেলা কংগ্রেস কার্যালয় থেকে বের করে শিলচর শহরের বিভিন্ন পথ অতিক্রম করে ফের জেলা কংগ্রেস কার্যালয়ে এসে সমাপ্ত হয়। এদিনের যাত্রায় কয়েক হাজার কংগ্রেসকর্মীরা অংশ নিতে দেখা যায়।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলচর।