বরাক তরঙ্গ, ১৫ জানুয়ারি : “ওকে তখনই বের করে দেওয়া উচিত ছিল। এখন তাকে পদত্যাগ করিয়ে হিরো হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তাকে বহিষ্কার করা দরকার ছিল, নাহলে মঞ্চ থেকেই স্পষ্ট করে বলা উচিত ছিল কংগ্রেসে তোমার কোনও জায়গা নেই। কিন্তু সেটা করা হয়নি। সেই কারণেই আজ এত খারাপ কথা বলা ওই ব্যক্তি আবার সংবর্ধনা নিচ্ছেন। অর্থাৎ গৌরব গগৈ তাঁকে হিরো হওয়ার একটা সুযোগ করে দিলেন” এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা।
সম্প্রতি কংগ্রেসে যোগ দিয়ে বিতর্কিত মন্তব্যের মাধ্যমে রাজ্য রাজনীতিতে আলোড়ন তোলা সংখ্যালঘু নেতা রেজাউল করিম সরকারের পদত্যাগ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে বৃহস্পতিবার বিলাসীপাড়ায় সংবাদমাধ্যমের সামনে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোমিতা যোজনার চেক বিতরণ ও সৌরশক্তি প্রকল্পের উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার ধুবুড়ি জেলায় উপস্থিত ছিলেন।
মহিলা উদ্যোমিতা যোজনার চেক বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী শর্মা ১০ নম্বর বিলাসীপাড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১৮,৩৭৫ জন মহিলার মধ্যে চেক বিতরণ করেন। অন্যদিকে, বিলাসীপাড়া আইএনএ খেলার মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী বিলাসীপাড়ার খুদিগাঁওয়ে অসমের প্রথম সৌরশক্তি প্রকল্পের উদ্বোধন করেন। খুদিগাঁওয়ে ৩৫০ কোটি টাকা ব্যয়ে ১,০০০ বিঘা জমিতে নির্মিত ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরশক্তি প্রকল্পের উদ্বোধন করেন তিনি।
বৃহস্পতিবার সকাল ১০টা ৪৫ মিনিটে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে করে বিলাসীপাড়ায় পৌঁছন। বিলাসীপাড়া ইন্দ্র নারায়ণ একাডেমি খেলার মাঠে অনুষ্ঠিত বিলাসীপাড়া সমষ্টির মহিলা উদ্যোমিতা অভিযান চেক বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “বিজেপি জনগণের জন্য কাজ করতে ভালোবাসে। জনগণের পাশে থেকে তাদের সেবা করাই বিজেপির মূল উদ্দেশ্য।”



